E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারী বর্ষণে মংলা বন্দরে পণ্য খালাস বন্ধ

২০১৫ জুন ২৮ ১৩:৪৭:২৪
ভারী বর্ষণে মংলা বন্দরে পণ্য খালাস বন্ধ

বাগেরহাট প্রতিনিধি : টানা এক সপ্তাহের ভারী বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলায় জাহাজে পণ্য বোঝাই খালাস কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে রবিবারও মংলা বন্দরের পশুর চ্যানেল, হাড়বাড়িয়া এবং বহির্নোঙ্গরে অবস্থান করা মোট ১১টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ ছিলো। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে সাগর ও উপকূলীয় নদ-নদী গুলো উত্তাল রয়েছে। ফলে (মাদার ভ্যাসেল থেকে) পণ্য খালাসের জন্য ব্যবহৃত লাইটারেজ জাহাজ চলাচলও ব্যাহত হচ্ছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) কাজী গোলাম মোক্তাদের জানান, বৃষ্টির কারণে জাহাজে পণ্য বোঝাই ও খালাস কাজ বন্ধ রাখতে হচ্ছে। বর্তমানে মংলা বন্দরে পণ্য খালাসের জন্য গম, কয়লা, সার ও ক্লিংকারবাহী (সিমেন্ট তৈরির কঁচামাল) ১১টি বিদেশি জাহাজ অবস্থান করছে। বৃষ্টিপাতের কারণে এসব জাহাজ থেকে পণ্য খালাস মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে।
এদিকে একটানা ভারী বর্ষণে মংলা বন্দর শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের অধিকাংশ এলাকার রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় কারণে জনদুর্ভোগ চরমে পৌছেছে। কোন কোন এলাকায় বৃষ্টির পানি নামতে না পারায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
টানা বৃষ্টিতে মংলা শহরতলীর মিয়া পাড়া, শেলাউনিয়া, কুমারখালী, জয়বাংলাসহ বিভিন্ন আবাসিক এলাকার নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। একটানা বৃষ্টির পানিতে শহরের প্রধান প্রধান রাস্তায় হাটু পানির কারণে জনসাধারণের চলাচলে খুব সমস্যা হচ্ছে। ছোট শিশুদের দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ।
অপরদিকে লঘুচাপে প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। প্রচন্ড ঢেউয়ের কারণে সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো টিকতে পারছেনা। বৈরি আবহাওয়াতেও বঙ্গোপসাগরে ইলিশ ধরতে যাওয়া ট্রলারগুলো সুন্দরবনের কচিখালী, সুপতি, দুবলাচর, নারকেলবাড়িয়াসহ বনের ছোট ছোট বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছে।
(একে/পিবি/জুন ২৮,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test