E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডাকাত আতংকে ফরিদপুরবাসী

২০১৫ জুন ২৮ ১৬:২০:৪৭
ডাকাত আতংকে ফরিদপুরবাসী

ফরিদপুর প্রতিনিধি : ডাকাত আতংকে পড়েছে দেশের পুরাতন জেলা হিসেবে খ্যাত ফরিদপুর সদর উপজেলার জনগণ। হঠাৎ করে নতুন এই আতংকে দিশেহারা হয়ে পড়েছে সদর উপজেলার জনগন। প্রতি রাতে রাত জেগে বসে পাহারা দেওয়া হচ্ছে। কোথাও আবার রাতে মসজিদের মাইকের সাহায্য নিয়ে ঘোষণা দিয়ে সজাগ করা হচ্ছে জনগণকে। এর আগে গত বুধবার রাতে এক সাথে তিন ডাকাত গণপিটুনীতে নিহত হলেও থেমে নেই ডাকাত ভীতির আতংক।

এরপড় গত শুক্রবার সকালে লোকজন অজ্ঞাত পরিচয়ের এ যুবককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যায় ধারণা করা হচ্ছে গণপিটুনীতে সেও মারা গেছে। গত দুদিনে ৪জন ডাকাত গণপিটুনীতে নিহত হলেও থেমে নেই ডাকাত ভীতির আতংক। ইশানগোপালপুর ইউনিয়নের ফারুক শেখ জানান, আমরা রাতে সোরগোলের আওয়াজ শুনে সংঙ্গে সংঙ্গে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে সজাগ করেছি। মাচ্চর ইউনিয়নের খলিলপুরের মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার শামসুর রহমান জানান, ধুলদীর ওইদিকে সোরগোলের আওয়াজ শুনে আমার নিজের বন্দুক নিয়ে পাহারা দিয়েছি। এছাড়া আমাদের বাজার খলিলপুরে পাহারার ব্যবস্থা করা হয়েছে। শহরতলির বদরপুরের রতন জানান, ভাই বড় ভয়ের মধ্যে রয়েছি কখন কি হয়, সব চাইতে বড় ভয়ের কারণ ডাকাতি করতে এসে তারা নারীদের উপর নির্যাতন চালাচ্ছে এটা নির্মম ও দুঃখজনক ব্যাপার। এভাবে ভয়ের মধ্যে দিয়ে রাত পাড় করছেন শহর ও ইউনিয়নের জনগণ সবচাইতে বড় কথা ডাকাতি ঘটনার থেকে আতংক বিরাজ করছে জনগণের মাঝে বেশী। গত কয়দিনে ফরিদপুরের শহরতলির বদরপুরে কিছু ডাকাতি ঘটনা পরবর্তীতে তিনজন ডাকাত গণপিটুনীতে নিহত হওয়ার পরেও থেমে নেই ডাকাত ভীতি। এটা এখন শহর এবং ইউনিয়নের হঠাৎ ডাকাত আতংকে পরিনিত হয়েছে। স্থানীয় জনগণ এ ব্যাপরে এখনই ফরিদপুরের প্রশাসন ও নিষ্ঠাবান ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর সাহেবের সহযোগিতা চেয়েছেন।
(এসডি/পিবি/জুন ২৮,২০১৫)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test