E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবন উপকূলে ফিশিং ট্রলার ডুবি, ১১ জেলে নিখোঁজ

২০১৫ জুন ২৯ ১৬:৩৯:০৪
সুন্দরবন উপকূলে ফিশিং ট্রলার ডুবি, ১১ জেলে নিখোঁজ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লী উপকূলে ১১ জেলেসহ একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। সোমবার ভোরে আর্কষিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের মেহেরআলীর চর উপকূলে এফবি সাগর নামের এই ফিশিং ট্রলারটি ডুবে যায়।

সকালে র‌্যাব ও কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ১১জেলেসহ ফিশিং ট্রলারটির খোঁজে উদ্ধার অভিযান শুরু করেছে। বিকেল ৩টা পর্যন্ত ডুবে যাওয়া ফিশিং ট্রলার ও নিখোঁজ ১১ জেলের কোন সন্ধান মেলেনি। পূর্ব সুন্দরবন বিভাগ ও র‌্যাব এতথ্য নিশ্চিত করেছে।

পূর্ব সুন্দরবনে শরণখোলা রেঞ্জের এসিএফ মো. কামাল আহম্মেদ জানান, সোমবার ভোরে ঝড়ের কবলে পড়ে শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লী উপকূলের মেহেরআলীর চর সংলগ্ন বঙ্গোপসাগরে ১১ জেলেসহ এফবি সাগর নামেন একটি ফিশিং ডুবে যায়। সুন্দরবন বিভাগ এখবর পেয়ে মেহেরআলীর চর ও কচিখালীর ক্যাম্পের র‌্যাব - কোস্টগার্ডকে জানায়।

খবর পেয়ে র‌্যাব ও কোস্টগার্ড সকালে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ১১জেলেসহ ফিশিং ট্রলারটির খোঁজে উদ্ধার অভিযান শুরু করেছে। ট্রলারটির মালিক বরগুনার ইসমাইল হোসেন সরদারের বরাদ দিয়ে শরণখোলা রেঞ্জের এসিএফ আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটির নিখোঁজ ১১ জেলের মধ্যে ট্রলার চালক নাসির উদ্দিনও রয়েছে। তবে তিনি নিখোঁজ অন্য জেলেদের নাম- পরিচয় জানাতে পারেনি। বিকাল ৩টা পর্যন্ত উদ্ধার অভিযানে কোন সফরতা আসেনি।

র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবনের মেহেরআলীর চর ক্যাম্পের সদস্যসহ অন্যরা সকাল থেকেই ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ ১১ জেলেদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

(একে/এএস/জুন ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test