E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট ডিসি অফিসের ৩ কর্মচারী আটক

২০১৫ জুন ২৯ ২১:০৮:৩৬
বাগেরহাট ডিসি অফিসের ৩ কর্মচারী আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে জালিয়াতির মাধ্যমে জনসাধারণের রেকর্ড বিকৃতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিসির নির্দেশে প্রধান রেকর্ড কিপারসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার বিকালে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদেরকে আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশে দেন।

এ ঘটনায় বাগেরহাটে রেকর্ড সংক্রান্ত অস্বস্তিতে ভোগা ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা বলছে, দীর্ঘদিন পর হলেও আমরা জালিয়াত চক্রের হাত থেকে রক্ষা পাবো। এজন্য জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূরবী গোলদার বাদি হয়ে ৩ জনকে অভিযুক্ত করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।

আটককৃতরা হলো- বাগেরহাট সদর উপজেলার কাইটপাড়া গ্রামের অমর কুমার বসুর ছেলে জেলা রেকর্ড রুমের প্রধান রেকর্ড কিপার অসীম কুমার বসু (৫৬), চরগ্রামের ডা: করিম ডাকুয়ার ছেলে রেকর্ড রুমের অফিস সহকারী ইলিয়াস হোসেন (৫৩) ও সুলতানপুর গ্রামের মুনসুর আলীর ছেলে রেকর্ড রুমের অফিস সহকারী মনিরুজ্জামান (৪৯)।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তোফাজ্জেল হোসেন মামলার বরাত দিয়ে বলেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারলিয়া গ্রামের হাসান উদ্দিন খলিফার ছেলে আবু সাঈদ খলিফা গত ২৪ জুন রেকর্ড বিকৃতির অভিযোগ এনে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। পরে জেলা প্রশাসক মহোদয় তদন্ত করে অভিযোগের সত্যতা পান। এরপর রেকর্ড রুমের প্রধান রেকর্ড কিপারসহ ৩ জনকে আমাদের কাছে (পুলিশে) সোর্পদ করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামীদের আদালতে পাঠানো হবে।

(একে/পিএস/জুন ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test