E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ৪ লাখ টাকার নেট জাল পুড়িয়ে ধ্বংস

২০১৫ জুলাই ০১ ২১:১০:৫৫
বাগেরহাটে ৪ লাখ টাকার নেট জাল পুড়িয়ে ধ্বংস

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বুধবার চিংড়ি পোনা ধরার ২৫ হাজার মিটার নিষিদ্ধ শিমফ্রাই নেট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে বলেশ্বর নদের বিভিন্ন এলাকা থেকে জালগুলো জব্দ করে।

এদিন বিকালে উপজেলার বান্দাঘাটা স্লুইস গেটের পাশে জব্দকৃত জাল পোড়ানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অতুল মন্ডল, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, মোরেলগঞ্জ উপজেল মৎস্য কর্মকর্তা মো. ইয়াকিন আলী শেখ, শরণখোলা মৎস্য কমর্ কর্তা খোন্দকার সহিদুর রহমান, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোস্তাফিজুর রহমান, সুন্দরবন বিভাগের শরণখোলা স্টেশনের সহকারী কর্মকর্তা মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান জানান, সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় নিষিদ্ধ নেটের ব্যাপারে প্রকাশিত সংবাদ উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ৪লাখ টাকা বলে তিনি জানান।

(একে/অ/জুলাই ০১, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test