E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলবাড়ীয়ায় আনসার ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

২০১৪ মে ১৯ ২০:৩২:৩২
ফুলবাড়ীয়ায় আনসার ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা অডিটরিয়ামে আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ সোমবার অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ীয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মোঃ মনসুরুল আলমের পরিচালনায়  সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৬  জাতীয় সংসদ সদস্য আলহাজ মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডান্ট ড. মোঃ সাইফুর রহমান পিএএম, ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান। বিগত বছরের সচিত্র প্রতিবেদন পাঠ করেন দলনেতা মুখলেছুর রহমান ও দল নেত্রী ফাতেমা আক্তার। সমাবেশে বক্তাগন বলেন, আনসার বাহিনীর রয়েছে গৌরব উজ্জল ইতিহাস। ভাষা শহীদ আব্দুল জব্বার ছিলেন আনসার বাহিনীর সদস্য। ৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে চল্লিশ হাজার রাইফেল নিয়ে হানাদার বাহিনীর উপর ঝাপিয়ে পড়েন, এতে ৬৭০ জন আনসার বাহিনীর সদস্য সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন। মেহেরপুর মুজিব নগরে অস্থায়ী সরকারকে গার্ড অব অর্নার প্রদান করেন আনসার বাহিনীর সদস্য। বক্তাগন আরও বলেন দেশের স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রতিটি জাতীয় এবং স্থানীয় নির্বাচনে আনসার বাহিনী দক্ষতার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছে। আনসার ভিডিপি সদস্য গন বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষন নিয়ে নিজেদের আর্থসামাজিক উন্নয়ন তথা নিজেকে স্বাবলম্বী করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলওয়াত করেন আলাউদ্দিন ও গীতা পাঠ করেন শ্রী-দিলীপ কুমার সাহা। অনুষ্ঠানে ২০০ জন আনসার ভিডিপি সদস্য/সদস্যা অংশগ্রহন করেন। প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ ৬ জনকে পুরস্কিত করেন ।

(ওএস/অ/মে ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test