E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণ

২০১৫ জুলাই ০৩ ১৫:১৮:৪৭
বান্দরবানে সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণ

বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত পাহাড়ী খামার উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় দুর্গম থানছি উপজেলার দরিদ্র পাহাড়ী নারীদের মাঝে সেলাই ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের দুর্যোগ মোকাবেলা প্রকল্পের আওতায় ধর্মীয় ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সোলার প্যানেল বিতরণ করা হয়।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় এমপি’র বাসভবন চত্তরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপা মিজানুর রহমান, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, থানছি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, রেমাক্রী ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা, তিন্দু ইউপি চেয়ারম্যান সিগরাং ত্রিপুরা, থানছি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মং থোয়াই ম্যা রনি, হেডম্যান এসোসিয়েশনের নেতা ও সিংগাফা মৌজার হেডম্যান মুই শোয়ে থুই মারমা রনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় বীর বাহাদুর এমপি বলেন, দুর্গম অঞ্চলের নারীরা এখনো অবহেলিত।

তাদের আর্থ সামাজিক উন্নয়নে পার্বত্য নারীদের স্বাবলম্বী করতে সরকার এই উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। এ ছাড়াও ধর্মীয় প্রার্থনা ও দুর্যোগ কালীন সময়ে বিভিন্ন পাড়া ও মহল্লায় বিদ্যুতের প্রয়োজন হয়। দুর্গম এলাকায় যেখানে বিদ্যুত নাই সেখানে সোলারই একমাত্র ভরসা। তিনি আরো বলেন, দুর্গম এলাকার পাড়া গুলোকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আওতায় আনার জন্য সরকারী ভাবে বিশেষ প্রকল্প গ্রহন করা হয়েছে। চলতি বছরই এই প্রকল্প কাজ শুরু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যামে ২০টি সেলাই মেশিন এবং ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে ১০টি সোলার প্যানেল বিতরণ করা হয়।

(এএফবি/এএস/জুলাই ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test