E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢামেক ইন্টার্ন নার্সদের বিক্ষোভ এখন দোয়েল চত্ত্বরে

২০১৪ মে ২০ ১১:১১:৩৬
ঢামেক ইন্টার্ন নার্সদের বিক্ষোভ এখন দোয়েল চত্ত্বরে

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহিঃবিভাগের সামনে বিক্ষোভরত ইন্টার্ন নার্সরা মিছিল নিয়ে দোয়েল চত্ত্বরে পৌঁছেছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন নার্সদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা ঢামেক বহিঃবিভাগ থেকে মিছিল নিয়ে দোয়েল চত্ত্বরের দিকে বের হয়।
এর আগে সকাল ৯টায় প্রায় পাঁচ শতাধিক ইন্টার্ন নার্স ঢামেক বহিঃবিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এ সময় তারা সারিবদ্ধ হয়ে মিছিল করতে থাকে। তাদের সবার হাতে প্লেকার্ড ও ব্যানার দেখা গেছে।

ব্যানারে লিখা রয়েছে- 'সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার সুষ্ঠু বিচার না হলে, নিভে যাবে সারা দেশের নার্সিং সেবা'। এছাড়া আরো লিখা রয়েছে- 'হামলাকারি ইন্টার্ন চিকিৎসকদের বিচার চাই, বিচার চাই'।

এ ব্যাপারে ঢামেক ডিপ্লোমা নার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান বলেন, আমি নার্সদের এই বিক্ষোভকে সমর্থন করি। কেন না সারা দেশেই ইন্টার্ন চিকিৎসকরা গত কয়েক মাসে বেশ অশালীন আচরন দেখিয়েছে। আমরা চাই এ সব দোষী ইন্টার্ন চিকিৎসকের সনদপত্র বাতিল করা হোক।

মিছিলে নেতৃত্বদানকারী নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এনামুল হাসান জানান, আমরা মিছিল নিয়ে দোয়েল চত্ত্বর ও শাহাবাগ ঘুরে এসে আবার ঢামেক বহিঃবিভাগের সামনে এসে অবস্থান নিবো। এরপর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

(ওএস/জেএ/মে ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test