E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিমলায় ৪ ছিটমহলে যৌথ জরিপ শুরু

২০১৫ জুলাই ০৬ ১১:১৯:০৪
ডিমলায় ৪ ছিটমহলে যৌথ জরিপ শুরু

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় চারটি ছিটমহলে সোমবার সকাল ১০টায় যৌথ জরিপ শুরু হয়েছে। ভারত-বাংলাদেশের যৌথ প্রতিনিধিদের উপস্থিতিতে চলছে জনগণনা কার্যক্রম।

ডিমলা উপজেলা প্রশাসন জানায়, যৌথ সমীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের দুজন গণনাকারী ও একজন সুপারভাইজার এবং ভারতের দুজন গণনাকারী ও একজন সুপার ভাইজার এ কার্যক্রম পরিচালনা করছেন।

২৮ নম্বর ছিটের পশ্চিম খড়িবাড়ী, ২৯ নম্বর ছিটের পশ্চিম খড়িবাড়ী, ৩০ নম্বর ছিটের পশ্চিম গয়াবাড়ী ও ৩১ নম্বর ছিটের দক্ষিণ খড়িবাড়ী ক্যাম্পে গণনা কার্যক্রম চলছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম জানান, ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে গণনা কার্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ ভারতে থাকার ইচ্ছা পোষণ করেন তবে তার যাতায়াত সুবিধার জন্য দেওয়া হবে গ্রিনকার্ড।

ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলে সোমবার থেকে যৌথ জরিপ কার্যক্রম শুরু হচ্ছে। জরিপে অংশ নিতে শনিবার বাংলাদেশ থেকে ৩৪ সদস্যের একটি দল ভারতে পৌঁছেছে। একইদিন ভারত থেকে বাংলাদেশে এসেছে ৬৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

(ওএস/পিবি/জুলাই ০৬,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test