E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুন্সীগঞ্জে ভেজাল চিপস ও সেমাই জব্দ

২০১৫ জুলাই ০৬ ১৫:৩১:৫৭
মুন্সীগঞ্জে ভেজাল চিপস ও সেমাই জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ কেজি ভেজাল চিপস, ১২ বস্তা ভেজাল সেমাই ও ৩০ কেজি বিষাক্ত কেমিকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আল মদিনা চিপস অ্যান্ড ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা, রাজধানী চিপস অ্যান্ড ফ্যাক্টরিকে ৪০ হাজর টাকা ও ভাই ভাই চিপস অ্যান্ড সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

র্যাব-১১ নারায়ণগঞ্জ কার্যালয়ের কমান্ডার সিবলী সাদিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আমান সিদ্দিকীর নেতৃত্বে র্যাব-১১ এ অভিযান চালায়।

তিনি জানান, জব্দ করা চিপস ও সেমাই বিষাক্ত অ্যাসোনিয়া, ডাইংয়ের রঙ ও ইউরিয়াসহ নানা বিষাক্ত কেমিকেল দিয়ে উৎপাদন করা হয়েছে।

(ওএস/এএস/জুলাই ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test