E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটাগামী নির্মীয়মাণ সেতুর গার্ডার হেলে পড়েছে

২০১৫ জুলাই ০৬ ২০:৩৭:৫০
কুয়াকাটাগামী নির্মীয়মাণ সেতুর গার্ডার হেলে পড়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সোনাতলা নদীর উপর নির্মীয়মাণ শেখ জামাল সেতুর উপর গার্ডার স্থাপনকালে বিকট শব্দে কাত হয়ে হেলে পড়ায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার রাতে সেতুর হাজীপুর ফেরিঘাট পয়েন্টে এ ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত ৪ শ্রমিক আহত হয়েছে। তাদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সেতু বিভাগের দায়িত্বরত সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী হুমায়ূন কবির পান্না জানান, সেতুতে গার্ডারটি স্থাপনকালে কাত হয়ে পড়েছে। এ সময় বিকট শব্দ হওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ওই রাতেই গার্ডারটি সেতুতে বসানো হয়েছে বলে তিনি জানান।

স্থানীয়দের অভিযোগ, ইতোপূর্বে একই সেতুর গার্ডার ধসে বিআরটিসি বাস বিধ্বস্ত হয়ে বাসের ৩ যাত্রী মারা যায়। অদক্ষ শ্রমিক দিয়ে কোন প্রোটেকশন ছাড়াই সেতুর কাজ করানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। শনিবার রাতেও যদি গার্ডারটি নিচে পড়ে যেত তাহলে হতাহতের ঘটনা ঘটতে পারতো।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, এটি শিফটিংয়ের সময় কাত হয়ে পড়েছে। ১৪৫ টন ওজনের এ গার্ডারটি শিফটিংকালে সমস্যাটি হয়েছে। সাত নম্বর স্প্যানের ওপর গার্ডারটি প্রতিস্থাপন করা হচ্ছিল। তবে এখন আর আতঙ্কের কিছু নেই। গার্ডারটি সঠিক জায়গায় স্থাপন করা হয়েছে।

(এমকেআর/পিএস/জুলাই ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test