E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাসাইল উপজেলা চেয়ারম্যান পদে কাজী শহিদ বেসরকারিভাবে নির্বাচিত

২০১৪ মে ২০ ১৩:৫৩:৫৭
বাসাইল উপজেলা চেয়ারম্যান পদে কাজী শহিদ বেসরকারিভাবে নির্বাচিত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী শহিদুল ইসলাম ২৭ হাজার ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী অলিদ ইসলাম পেয়েছেন ২০ হাজার ৭২৩ ভোট। এছাড়াও কৃষক শ্রমিক জনতালীগ সমর্থিত প্রার্থী ৪হাজার ৬৭৪, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম আহমেদ ১২ হাজার ৩৯৫ ও সাইফুল ইসলাম খান পেয়েছেন ১৪৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী মো. শফিকুল ইসলাম ২১ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবুল কাশেম পেয়েছেন ১২ হাজার ১৩৪ ভোট । এ ছাড়াও মোস্তাফিজুর রহমান বাদশা ৬ হাজার ৯৭৯, প্রফুল্ল সরকার ৫ হাজার ২১৯, আব্দুল হালিম ৭১৬, তোফাজ্জল হোসেন ৩ হাজার ৭১২, মোবারক হোসেন খানশুর ৩ হাজার ২৮০, রফিকুল ইসলাম ৫ হাজার ২৮১, শেখ উজ্জল ২ হাজার ১২ ও আব্দুর রউফ পেয়েছেন ৪ হাজার ৯৯৫ ভোট।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী রাশেদা সুলতানা রুবি ২৪ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোজিনা মফিজ খান পেয়েছেন ১১ হাজার ৩১১ ভোট। এছাড়াও জবেদা বেগম ১০ হাজার ৪৫২, মোছাম্মদ রেখা বেগম ১০ হাজার ৯৯ ও মিনারা আক্তার ৩ হাজার ৯৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
(এমএনইউ/এএস/মে ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test