E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চরসারুলিয়া গ্রামে হত্যার পর পুলিশ ক্যাম্প স্থাপন

২০১৫ জুলাই ০৯ ১৩:৫৭:১৭
চরসারুলিয়া গ্রামে হত্যার পর পুলিশ ক্যাম্প স্থাপন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার কাশিপুর ইউপি’র চর সারুলিয়া গ্রামে গত ৭ জুলাই সকালে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নিহত আছাদ মোল্যা (৪০) হত্যাকান্ডের ঘটনায় ৩১ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকান্ডের পর থেকেই ওই গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। তবে পুলিশ এজাহার ভুক্ত কোন আসামীকে আটক করতে পারে নাই।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সন্ত্রাস কবলিত কাশিপুর ইউপি’র চর সারুলিয়া গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ৭ জুলাই সকালে আজিবর মোল্যার নেতৃত্বে শহিদ, আজমল, উসমান, বাদশাসহ ৩৫/৪০ জনের একদল সন্ত্রাসী লাঠি ও হকিস্টিক নিয়ে আছাদ মোল্যার ওপর চড়াও হয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করে।

নিহত আছাদ ওই গ্রামের মৃত আলেক মোল্যার ছেলে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ৮ জুলাই রাতে ৩১ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৫, তারিখ ০৮/০৭/১৫ইং। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বলেন, সংহিসতা এড়াতে ওই গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এজাহার ভুক্ত আসামীরা গা ঢাকা দেওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

(অারএম/এসসি/জুলাই০৯,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test