E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছায় ১০জন অটো রিকশা চালক আটক

২০১৫ জুলাই ০৯ ১৯:০৪:৪০
মুক্তাগাছায় ১০জন অটো রিকশা চালক আটক

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি :ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র না থাকায় জেলার মুক্তাগাছা উপজেলায় সিএনজি চালিত ১০ জন অটো রিকশা চালককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে ভ্রাম্যমাণ আদালত ।

আজ বৃহস্পতিবার বিকালে মুক্তাগাছা- জামালপুর- উত্তরবঙ্গ সড়কের সংযোগস্থল মুক্তাগাছার ভাবকির মোড়ে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে আটক করে । এছাড়াও অটো রিকশার সামনে বসায় ২ যাত্রীর প্রত্যেককে ১শ’ ৫০ টাকা করে এবং চালকের নিকট থেকে ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয় ।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ,ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ড. উম্মে আফসারী জহুরা জানান, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং অটো রিকশার ইন্সুরেন্স , রোড পারমিট এবং রেজিস্ট্রেশন না থাকায় তাদেরকে আটকের নির্দেশ দেয়া হয়েছে ।

আটকদের সকল কাগজপত্র দেখানো হলে ছাড়া হবে । উল্লেখ্য যে, সম্প্রতি মুক্তাগাছায় সিএনজি চালিত অটো রিকশা দুর্ঘটনা বেড়েছে । দুর্ঘটনায় ১৫ জনেরও অধিক মানুষ প্রাণ হারিয়েছেন ।

(এমডি/এসসি/জুলাই০৯,২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test