E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় গ্রামে গ্রামে ডাকাত আতংক

২০১৫ জুলাই ১০ ১৫:১০:০২
লোহাগড়ায় গ্রামে গ্রামে ডাকাত আতংক

লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর সভাসহ আশে পাশের গ্রাম গুলোতে ডাকাত আতংক দেখা দিয়েছে। আতংকিত মানুষজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গ্রামে গ্রামে পাহারা দেওয়া শুরু করেছে।

বসে নেই স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। তারাও ডাকাতের খবর পাওয়া মাত্র অকুতোস্থলে ছুঁটে যাচ্ছেন। টহলদারী ও নজরদারী বেড়েছে। এতো কিছুর পরেও থামছে না লোহাগড়ায় ডাকাত আতংক।

জানা গেছে, উপজেলার লোহাগড়া ইউপি’র কামঠানা গ্রামে গত মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে মোবাইলের মাধ্যমে এই মর্মে গ্রামবাসীদের কাছে খবর রটে যে, ‘৮০ জন সদস্যের একদল ডাকাত মধুমতি নদী পার হয়ে কামঠানা গ্রামে প্রবেশ করবে’। এমন খবর জানার পর গ্রামবাসী আতংকিত হয়ে পড়েন। আতংকিত মানুষজন দেশীয় অস্ত্র নিয়ে রাস্তার বেরিয়ে আসেন। গ্রামের মসজিদের মাইকে ডাকাত আগমনের খবর প্রচার করা হয়। ‘ডাকাত আসছে’- এ খবর মোবাইলের মাধ্যমে সমগ্র উপজেলার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে। আতংক, উত্তেজনা আর নিরাপত্তাহীনতায় জড়োসড়ো হয়ে পড়েন নিরীহ গ্রামবাসীরা। স্থানীয় পুলিশ প্রশাসনও তরিৎ গতিতে কামঠানা গ্রামে পৌঁছায় এবং গ্রামবাসীদের সাথে পাহারার তদারকি করেন। তবে ওই রাতে কামঠানা গ্রামে কোন ডাকাতির ঘটনা ঘটে নাই।

ডাকাত আসার গুজব এখানেই শেষ নয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে একই ইউপি’র কালনা গ্রামে মৃত আফসার খার ছেলে ইলিয়াস খার বাড়িতে ৩/৪ জনের একদল ডাকাত অস্ত্র নিয়ে প্রবেশ করে। এরপর ডাকাত দল বাড়ির পূর্ব পাশের জানালা ভেঙ্গে বৃদ্ধা নেহারন নেছা (৭৫)’র চুলের মুঠি ধরে টান দেয়। এ সময় তিনি চিৎকার দিলে বারান্দার খাটে ঘুমিয়ে থাকা পুত্রবধূ শারমিন বেগম (২৮) এগিয়ে এসে চিৎকার-চেচ্যামেচি করলে ডাকাত দল চর করফা গ্রামে পালিয়ে যায়। এ খবর গ্রামে রটে যাওয়ার পর শত শত গ্রাম বাসী দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন। ছুটে আসেন ওই ইউপি’র চেয়ারম্যান বদর খন্দকার। পুলিশের সহযোগিতায় বিভিন্ন স্থানে খুঁজেও কোন ডাকাতকে আটক করা সম্ভব হয়নি।

রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের রাজুপুর, গোপিনাথপুর ও লক্ষ্মীপাশা গ্রামের মসজিদের মাইক থেকে ডাকাত আগমনের খবর মাইকে প্রচার হওয়ার পর সংশ্লিষ্ট গ্রামবাসী নির্ঘূম রাত কাটান। এ ভাবে শহরের রামপুর, কচুবাড়ীয়া, সিংগা, মশাঘূনী, জয়পুর, চোরখালী, খুন্দসী, বাতাসী, ইতনা, রাধানগর, লোহাগড়া, ছাতড়া, গোফাডাঙ্গাসহ অন্যান্য গ্রামবাসীরা ডাকাত আতংকে নির্ঘূম রাত যাপন করেছেন। এ ব্যাপারে লক্ষ্মীপাশা গ্রামের আ’লীগ নেতা মনজুরুল করিম মুন, সাবেক মেম্বর ও আ’লীগ নেতা সৈয়দ শরিফুল ইসলাম, সৈয়দ কুতুব আলী, আব্দুল্লাহসহ একাধিক শ্রেণি-পেশার মানুষজনদের সাথে কথা বলে জানা গেছে, ফরিদপুর অঞ্চল থেকে মোবাইলের মাধ্যমে ডাকাতির খবর এ এলাকায় ছাড়িয়ে পড়েছে। খবর পাওয়ার পর আমরাও গ্রামে পাহারার ব্যবস্থা করেছি। ঈদ পর্যন্ত এ পাহারা চলবে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, ডাকাত আতংক দূর করার জন্য আমরা বিভিন্ন গ্রামের মানুষজনদের সাথে আলাপ-আলোচনার পাশাপাশি পাহারার ব্যবস্থায় সহযোগিতা করছি।

(আরএম/এসসি/জুলাই১০,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test