E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট

ফ্যাক্টরি মালিকসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

২০১৫ জুলাই ১০ ২২:২৮:৩৫
ফ্যাক্টরি মালিকসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনায় নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, নূরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদার (৬৫) ও তার ছেলে হেদায়েত তালুকদার (৩০), ফ্যাক্টরির ম্যানেজার ইকবাল হোসেন (৩৫), ইকবাল (৪০), আরমান হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৪), আরশাদুল ইসলাম (৩২), ড্রাইভার পারভেজ (৩৫) ও কর্মচারী আ. হামিদ (৩৬)।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফ্যাক্টরি কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এতগুলো তাজা প্রাণ নিভে গেছে।

(ওএস/অ/জুলাই ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test