E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টানা বর্ষণে জলাবদ্ধ পাবনা বিসিক শিল্প নগরী

২০১৫ জুলাই ১১ ২০:৪৪:১৯
টানা বর্ষণে জলাবদ্ধ পাবনা বিসিক শিল্প নগরী

পাবনা প্রতিনিধি : টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পাবনা বিসিক শিল্প নগরীর রাস্তাঘাট ও সম্প্রসারিত নতুন এলাকা ডুবে গেছে। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

পাবনা বিসিক শিল্প নগরীর প্রকল্প পরিচালক প্রকৌশলী জিতেন্দ্রনাথ পাল জানান, ১৯৬২ সালে ১১০ একর জায়গার উপর প্রতিষ্ঠিত পাবনা বিসিক শিল্প নগরীতে ১৭০টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। শিল্প উদ্যোক্তাদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আরও ১৫ একর জায়গা নিয়ে বিসিকের নতুন এলাকা সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি আরো জানান, ১৯৮৮ সালের বন্যার পর শিল্প মালিকরা তাদের কলকারখানাসহ সকল স্থাপনা উচ্চতায় নির্মাণ করেন। কিন্তু বিসিকের অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। উচ্চতা বৃদ্ধি না করায় সম্প্রসারিত নতুন এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।

মুক্তি রাইস এন্ড ফ্লাওয়ার মিলের মালিক আলহাজ্ব মোশাররফ হোসেন জানান, শিল্প নগরীতে নতুন নতুন কলকারখানা গড়ে উঠলেও অভ্যন্তরীণ রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার কোন উন্নয়ন করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিল্পনগরীর উৎপাদিত পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নতুন ও পুরাতন এলাকায় মাটি ভরাট করে ৩/৪ ফুট উচু এবং রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করা হলে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই পাওয়া যাবে।

নিডি ফুড প্রোডাক্টস’র ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টি হলেই বিসিকের রাস্তাঘাট পানিতে ডুবে যায়। পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হয়। বিসিক কর্তৃপক্ষকে বারবার বলার পরও দুর্ভোগ লাঘবে কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

প্রিন্স কেমিক্যাল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বিকল্প চিন্তা করতে বাধ্য হবে। তিনি এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

(পিএস/পিএস/জুলাই ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test