E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় দুই ডাকাতকে গণপিটুনি,পুলিশে সোপর্দ

২০১৫ জুলাই ১৩ ২১:০৪:১৫
মাগুরায় দুই ডাকাতকে গণপিটুনি,পুলিশে সোপর্দ

মাগুরা প্রতিনিধি :মাগুরা শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের এলাকাবাসী  সাদ্দাম (২৮) ও শাহিনুর ( ২২) নামে দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে । ঘটনার সত্যতা স্বীকার করে  শ্রীপুর থানার ওসি (তদন্ত ) আব্দুল মাজেদ জানান, গত রবিবার  গভীর রাত দুইটার দিকে  শ্রীপুর থানার আমলসার ইউনিয়নে একদল সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করলে এলাকাবাসী ডাকাতের উপস্থিতি টের পেয়ে  ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিহত করে  ।  পরে তাদেরকে গণপিটুনি দিয়ে এলাকাবাসী আমাদের কাছে সোপর্দ করে ।

তাদেরকে আহত অবস্থায় গতকাল সোমবার দুপুরে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বিষয়ে আমলসার ইউনিয়নের চেয়ারম্যান জানান, ডাকাত আতঙ্কে আমরা সর্তক ছিলাম । রবিবার গভীর রাতে আমাদের এলাকায় একদল সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করলে এলাকাবাসী ডাকাতের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করে । এ সময় ডাকাত দলের দুই জন সদস্যকে এলাকাবাসী ধরে পেলে । পরে তাদের গণপিটুনি দিয়ে শ্রীপুর পুলিশের কাছে সোপর্দ করা হয় ।

এছাড়া গত রবিবার রাতে মাগুরা সদরের আলাইপুর গ্রামে এলাকাবাসী ৩ ডাকাত ধাওয়া করেছে । এলাকার রোকন নামে একজন জানান , গত রবিবার রাত ৯ টার দিকে ৩-৪ জনের ডাকাত দল বিভিন্ন বাড়ীতে হানা দেওয়ার চেষ্টা করে । এ সময় বাড়ীতে থাকা মহিলারা চিৎকার দিলে তারা পালিয়ে যায় ।

উল্লেখ্য, হঠাৎ করেই মাগুরা জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ ডাকাত আতঙ্কে ভুগছে। আর এই আতঙ্ক থেকেই গত কয়েক সপ্তাহ ধরে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে রাত জেগে পাহারা দেয়ার আহবান জানানো হয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে মাগুরা সদর উপজেলার রামনগর, লক্ষিকান্দর, বজরুক শ্রীকুন্ডী ,কর্চাডাঙ্গা, আলাইপুর ,কুছুন্দি, উলিনগর ও বরুনাতৈল এবং শ্রীপুর উপজেলার দারিয়াপুর, তারাউজিয়াল, কচুয়া, আমলসার, গোয়ালদহ, মালাইনগর, নাকোল রায়নগরসহ বিভিন্ন এলাকার গ্রামবাসি ডাকাত আতঙ্কে চরম নিরাপত্তা হীনতায় মধ্যে রাত কাটাছেন ।

(ডিসি/এসসি/জুলাই১৩,২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test