E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ উদ্বোধন হচ্ছে দেশের সবচেয়ে উঁচু সড়কের

২০১৫ জুলাই ১৪ ০৯:৩৭:০১
আজ উদ্বোধন হচ্ছে দেশের সবচেয়ে উঁচু সড়কের

বান্দরবান প্রতিনিধি : উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বান্দরবানে নির্মিত দেশের সবচেয়ে উঁচু থানছি-আলীকদম সড়ক।

আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিসহ সেনাবাহিনী ও বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সেনাবাহিনীর জিএসটু মেজর তৌহিদুল ইসলাম জানান, থানছি-আলীকদম সড়কের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট। এ সড়কের নির্মাণ কাজ পরিচালনা করেছে সেনাবাহিনীর ১৭ ইসিবি প্রকৌশল বিভাগ।

সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ১৯ ইসিবির কর্মকর্তা মেজর মাহবুব উল হক জানান, সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের সহযোগিতায় থানছি ও আলীকদম উপজেলা সীমান্তের ডিম পাহাড় এলাকা দিয়ে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির নির্মাণকাজ শুরু হয় ২০০৬ সালে। এতে ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা।

সড়কটি শুধু দেশের সবচেয়ে উঁচু সড়কই নয়, এটি দক্ষিণ এশিয়ার উঁচু সড়কগুলোর মধ্যে অন্যতম।

এ সড়কটি থানছি উপজেলা থেকে আলীকদম হয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গিয়ে মিশেছে। এতে বান্দরবান থেকে কক্সবাজার যাতায়াত ব্যবস্থা সহজতর হবে এবং জেলার পর্যটন শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

এরআগে সবচেয়ে উঁচু সড়ক ছিল পিক-৬৯। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২২০০ ফুট।

(ওএস/অ/জুলাই ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test