E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় পরিবার পরিকল্পনা সেবাদানে ভূমিকা রাখছে এফপিএবি

২০১৫ জুলাই ১৪ ১৬:১১:৩৮
মাগুরায় পরিবার পরিকল্পনা সেবাদানে ভূমিকা রাখছে এফপিএবি

মাগুরা প্রতিনিধি : মাগুরায় পরিবার পরিকল্পনা সেবাদানে   জেলার জনগোষঠীর মাঝে   অনন্য ভূমিকা রাখছে বেসরকারি সংস্থা এফপিএবি। এ কার্যক্রমে সর্বোত্তম কাজের স্বীকৃতি স্বরূপ সরকারের সহযোগি সংস্থা হিসেবে পঞ্চম বারের মত মাগুরা জেলায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ক্লিনিক ও কমিউনিটি বেস্ট ডিস্ট্রিবিউশন (সিবিডি) কার্যক্রমে শ্রেষ্ঠ সংস্থা নির্বাচিত হয়েছে।

মাগুরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড.বীরেন সিকদার এমপি আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করেন।

এ বছর মাগুরায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে অন্য যারা পুরস্কার পচ্ছেন তারা হলেন-শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা ক্লিনিক ও সিবিডি ২ ক্যটাগরিতে এফপিএবি মাগুরা বিশেষ কর্ম ইউনিটে শ্রেষ্ঠ এফডব্লিউ এ হোসনে আরা খাতুন, মহম্মদপুরের দিঘা ইউনয়ন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র্র হিসেবে চাউলিয়া, শ্রেষ্ঠ ইউনিয়ন চাউলিয়া, শ্রেষ্ঠ এফডব্লিউ ভি মেলেনা আক্তার, চাউলিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে মাগুরা সদর।

সংশ্লিষ্ট সুত্র মতে, ১৯৫৩ সালে এদেশে প্রথম মা ও শিশু স্বাস্থ্য নিয়ে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) কাজ শুরু করে। পরবর্তীতে ১৯৬৪ সালে সরকারী পর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গোড়া পত্তন ঘটে। সরকারী ভাবে কার্যক্রম শুরু করলেও এফপিএবি সরকারের পাশাপাশি সহযোগী সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। মাগুরা জেলায় ১৯৮৪ সাল থেকে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাথে এফপিএবি কার্যক্রম পরিচালনা করছে। শহরের আদর্শ কলেজ পাড়াস্থ এফপিএবি সদর উপজেলার জেলাপাড়া, ইসলামপুরপাড়া, কলেজপাড়া, কাউন্সিলপাড়া, তাতিপাড়া, মোল্লাপাড়া, খানপাড়া, পিটিআই পাড়া, বাটিকাডাঙ্গা, হাটখোলা পাড়া, কারিকর পাড়া, কাশিনাথপুর, সাজিয়ারা, মাঠ সাজিয়ারা, দেড়ুয়া, স্টেডিয়াম পাড়া, কুকনা, শলুয়া, পাথরা, পশু হাসপাতাল পাড়া, বাজার পাড়া, হাসপাতাল পাড়া, কোর্টপাড়া, দরিমাগুরা (সাহাপাড়া), পুলিশলাইন, টিবিপাড়া, আদর্শপাড়া (আংশিক), পারনান্দুয়ালী (আংশিক), শান্তিবাগ, চুকদারপাড়া ও মীরপাড়ায় পরিবার পরিকল্পনাসহ মা ও শিশু স্বাস্থ্য সেবায় কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া আদর্শ কলেজপাড়াস্থ এফপিএবি ক্লিনিকে মা শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্যসহ সকল প্রকার সাধারণ রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম জানান, এফপিএবি দীর্ঘ প্রায় ২৫ বছর মাগুরায় পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। সরকারী লক্ষ্যমাত্রা অনুযায়ী এফপিএবি প্রতিবছরই ভাল ফলাফল অর্জন করে মাগুরার পঃ পঃ কার্যক্রমকে গতিশীল করতে সহযোগিতা করছে। তিনি এফপিএবির মাঠ পর্যায়ের কর্মী এবং কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সুপারভিশন মনিটরিং এর বিষয়ে প্রশংসা করেন।

এফপিএবি মাগুরার সহকারী জেলা কর্মকর্তা অরুণ শীল জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকারের গৃহিত সকল কর্মসূচীতে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাথে এফপিএবি আন্তরিকভাবে কাজ করছে। এফপিএবির কেন্দ্রীয় কার্যালয়ের সহযোগিতা, স্থানীয় স্বেচ্ছাস্বেবী, মাঠ পর্যায়ের প্রজনন স্বাস্থ্য সেবিকা (আরএইচপি) সর্বোপরি জেলা পঃ পঃ বিভাগের সকলের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। তিনি আগামিতেও এই অর্জনের ধারা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন।

(ডিসি/এসসি/জুলাই১৪,২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test