E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হবার আহবান

২০১৫ জুলাই ১৪ ২১:০৮:১৫
সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হবার আহবান

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবন সুরক্ষায় সরকারকে শুধু কথায় নয়, আন্তরিকভাবে কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।

তিনি আরও বলেন, তা না হলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে থাকবে। বন্ধ হবে না সুন্দরবনে একের পর এক জাহাজ ডুবির ঘটনা। সুন্দরবনকে বাঁচাতে হলে রামপাল ও মংলায় তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে।

মঙ্গলবার বিকালে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে ইফতার পূর্ব মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সুন্দরবন বাঁচাতে বনের মধ্যে দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করতে হবে। একইসাথে সুন্দরবনে জাহাজডুবির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। তা না হলে সুন্দরবনে একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকবে। শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থে সুন্দরবন সুরক্ষায় সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

ইফতার পূর্ব মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাগেরহাট ডেভেপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিষ্টার জাকির হোসেন, এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এড. মো: শাহ আলম টুকু, সাবেক সভাপতি মোজাফফর হোসেন, উত্তরাধিকার ৭১ নিউজ প্রতিনিধি আহসানুল করিম, মো: দেলোয়ার হোসেন, আলী আকবর টুটুল, আজাদুল হক, শওকত আলী বাবু, মোল্লা মাসুদুল হকসহ বাগেরহাট প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।

(এমআর/পিএস/জুলাই ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test