E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটিয়া ভূমি অফিসে দুইপক্ষের সংঘর্ষে গ্রেফতার ১

২০১৪ মে ২০ ১৮:২১:৩৩
পটিয়া ভূমি অফিসে দুইপক্ষের সংঘর্ষে গ্রেফতার ১

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভূয়া নামজারী খতিয়ান সৃষ্টি করায় এক পক্ষের আপত্তি মামলার শুনানি চলাকালে মঙ্গলবার সকাল ১১ টায় বাদী বিবাদী উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সায়েদুজ্জমান নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেন।

খবর পেয়ে সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে সহকারী কমিশনার (ভূমি) কে. এম সালাউদ্দিন দৈনিক ইত্তেফাক পটিয়া সংবাদদাতা ও সাংবাদিক সমিতি পটিয়া উপজেলার সেক্রেটারী হারুনুর রশীদ ছিদ্দিকিকে ছবি তুলতে বাধা দেয়, নাজেহাল ও দূর্ব্যবহার করে। পটিয়ার কর্মরত সাংবাদিকরা এ খবর পেয়ে ভূমি অফিসে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ক্ষুব্দ সাংবাদিকরা এসিল্যান্ডের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ও তার অপসারন দাবি করে।
জানা যায়, উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের ছালেহ আহমদ ও তার ভাই ফয়েজ আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গার নামজারির বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে ছালেহ আহমদ বাদী হয়ে গত বছরের ২ ডিসেম্বর একটি আপত্তি মামলা দায়ের করে। আজ মামলাটির শুনানীর দিন ছিল। সকাল ১১ টায় কানুনগো কিরিটি রঞ্জন চাকমার কার্য্যালয়ে শুনানী চলাকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কানুনগো উপর ক্ষিপ্ত হয়ে ছালেহ আহমদের পুত্র সায়েদুজ্জমান তাকে হামলা করে। এসময় ভুমি অফিসের দালাল জিয়া নামের একজন আহত হয়।
অভিযোগ রয়েছে ভমি অফিসের অফিস সহকারী সেলিম, জাবেদ, সাভেয়ার মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে হাইদগাও এলাকায় ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদের ফুফাতো ভাইয়ের ফাইল, উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান রমজান মুন্সি, পোস্ট অফিস এলাকার ফোরকান, শিকলবাহা এলাকার মোহাম্মদ সোহেলের ফাইল ভুমি অফিস থেকে গায়েব হয়ে যায় বলে জানিয়েছেন।
এব্যাপারে উপজেলা জাপার যুগ্ন আহবায়ক মোহাম্মদ শাহজাহান রমজান মুন্সি বলেন, আমার একটি মামলা চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নিকট মামলা চলাকালিন সময়ে জাবেদসহ একটি সিন্ডিকেট প্রতিপক্ষর কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে মাসুদা খাতুনের নামে নামজারী খতিয়ান-১০৯৫৩ তৎ পরবর্তীতে উক্ত সৃজিত খতিয়ান হইতে ১৪১৯/১৩ মূলে রাতা রাতি ভূমি অফিসের কর্মচারী জাবেদের মামাতো ভাই দিদারুল ইসলামের নামে ১১২৫২ খতিয়ান সৃজন করে ইতি মধ্যে বিসয়টি ফাঁস হয়ে গেলে চাঞ্চাল্যর সৃষ্টি হয়। এ ঘটনায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদের নিকট অভিযোগ করেছেন রহিমা আকতার ও মোহাম্মদ শাহজাহান নামের দুই ব্যাক্তি।
ভাটিখাইন এলাকা থেকে আসা প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগী কাজী মোহাম্মদ জিল্লুর রহমান জানান, পটিয়ায় ভূমি অফিসে দীর্ঘদিন ধরে বহিরাগত একটি দালাল চক্র অফিসের অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে সিন্ডিকেট মোটা অংকের টাকার বিনিময়ে নামজারি খতিয়ানের নামে ভূয়া খতিয়ান সৃজন করে আসছে। সার্ভেয়ার ইচ্ছামত রিপোর্ট প্রদানসহ নানা অনিয়ম দুর্নীতি করে যাচ্ছে এরপর পুনরায় খতিয়ান সংশোধনের নামে লোকজন থেকে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।ফলে ভূমি অফিসে আসা লোকজন হয়রানী শিকার হচ্ছে । ভূক্তভোগীরা জানান, এসিল্যান্ড কে.এম. সালাউদ্দিন যোগদানের পর থেকে দালাল চক্রটি আরো সক্রিয় হয়ে উঠেছে ও অনিয়মদুর্নীতি বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে উপজেরা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীনের সাথে যোগাযোগ করা হলে ঘটনা সম্পর্কে তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন বলে জানান।
(এনই/এএস/মে ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test