E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন জনকে গণ-পিটুনি

২০১৫ জুলাই ১৫ ১৩:৫৩:৩৯
মাগুরায় মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন জনকে গণ-পিটুনি

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার বড়ই গ্রামে মঙ্গলবার রাতে মোটরসাইকেল ছিনতাই এর সময়  তিন ছিনতাইকারিকে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসি। 

তারা হচ্ছেন সদরের বরুনাতৈল গ্রামের সোহরাব শেখের ছেলে মো. তাহের (২৮), রেন্টু বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম (২৫) ও কুদ্দুস বিশ্বাসের ছেলে কামরুল (২২)।

মাগুরা সদর থানার এস আই মিলন হোসেন জানান- মঙ্গলবার রাত ১১টার দিকে ইজি বাইকে চড়ে সংঘবদ্ধ একটি পাচারকারি দল মাগুরা সদরের বড়ই এলাকায় মহম্মদপুর থেকে ভাড়া করে নিয়ে আসা একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেলের গতিরোধ করে । এ সময় মটর সাইকেলের আরোহীরা চিৎকার দিলে আশপাশের গ্রাম থেকে ডাকাতের আতংকে আগে থেকে গ্রাম পাহাড়া দিতে থাকা গ্রামবাসি দ্রুত ঘটনাস্থলের দিকে চলে আসে। এ সময় ডাকাতরা ছিনতাইকৃত মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকে। এ সময় গ্রামবাসি চারদিক থেকে ঘিরে ডাকাতদের আটক করে গণ পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে ডাকাতদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

পাতুড়িয়া গ্রামের সোহেল মিয়া জানান- বেশ কিছুদিন ধরে ডাকাতের আতংকে আমরা গ্রাম পাহাড়া দিচ্ছি। হঠাৎ করে পার্শ্ববর্তী গ্রামে চিৎকার শুনে আমরা এগিয়ে গিয়ে ডাকাতদের ধরে পুলিশে খবর দেই।

উল্লেখ্য, সম্প্রতি মাগুরার বিভিন্ন এলাকায় মানুষ ডাকাত আতঙ্কে ভুগছে। আর এই আতঙ্ক থেকেই গত কয়েক সপ্তাহ ধরে মাগুরা সদর, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে রাত জেগে পাহারা দেয়ার আহবান জানানো হয়েছে।

বিশেষ করে গত কয়েকদিনে মাগুরা সদর উপজেলার রামনগর, লক্ষিকান্দর, বজরুক শ্রীকুন্ডী, কর্চাডাঙ্গা, আলাইপুর, কুছুন্দি, উলিনগর ও বরুনাতৈল, মহম্মদপুর উপজেলার নারায়নপুর, বিনোদপুর, গোবরনাদা এবং শ্রীপুর উপজেলার দারিয়াপুর, তারাউজিয়াল, কচুয়া, আমলসার, গোয়ালদহ, মালাইনগর, নাকোল রায়নগরসহ বিভিন্ন এলাকার গ্রামবাসি ডাকাত আতঙ্কে রাত কাটাচ্ছেন ।

(ডিসি/এএস/জুলাই ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test