E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে সেলাই মেশিন, সোলার ও অনুদানের চেক বিতরণ

২০১৫ জুলাই ১৫ ১৬:২০:২২
বান্দরবানে সেলাই মেশিন, সোলার ও অনুদানের চেক বিতরণ

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পৌর ও সদর উপজেলার ৫ ইউনিয়নে বসবাসরত হত দরিদ্র জনগোষ্ঠির মাঝে সেলাই মেশিন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সোলার প্যানেল, কৃষকের জন্য স্প্রে-মেশিনসহ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

আজ বুধবার দুপুরে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামসহ ৫ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বীর বাহাদুর বলেন, দেশ থেকে দারিদ্রতা দুর করার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন না হওয়ার কারণে দারিদ্রতার অভিশাপ থেকে মুক্ত হচ্ছে না বাংলাদেশ। মানুষ অনুদানের আশায় বসে থাকে, অনুদান পেলে তা যথাযথ ব্যবহার না করে পেট পুড়ে খেয়ে শেষ করে দেয়।

নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ঘরে বসে একজন নারী সেলাই মেশিন দিয়ে সংসার চালাতে পারে। কিন্তু এই সেলাই মেশিন ব্যবহার না করে ঘরে ফেলে রেখে দিলে কোন কাজ হবে না। বাংলাদেশকে স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে প্রত্যককে এগিয়ে আসতে হবে। দারিদ্রতাকে জয় করে দেশকে এগিয়ে নিতে হবে।

বান্দরবান জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক নারী পুরুষ হত দরিদ্র জনগোষ্ঠিকে সেলাই মেশিন, সোলার প্যানেল, লাশ বহনকারী ষ্টিলের খাটিয়া, স্প্রে মেশিন, নগদ অনুদান বিতরণ করা হয়।

(এএফবি/এএস/জুলাই ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test