E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে মাতৃদুগ্ধ ভাতার চেক ও ঈদ সামগ্রী বিতরণ

২০১৫ জুলাই ১৬ ১৬:০৮:৪৫
বান্দরবানে মাতৃদুগ্ধ ভাতার চেক ও ঈদ সামগ্রী বিতরণ

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পৌর শহরের ১হাজার শিশুর মা’কে “কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা” কর্মসুচীর আওতায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে মাতৃ দুগ্ধ ভাতার এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র জাবেদ রেজা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুচিত্রা খিসাসহ ৯ ওয়ার্ডের পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের ্আওতায় প্রতি শিশুর মা’কে ৬ মাস অন্তর ৩ হাজার টাকা করে ২ বছরে ১২ হাজার টাকা প্রদান করা হয়। আজ দুপুরে মোট ১ হাজার শিশুর মা’কে ৩ হাজার টাকা করে সর্বমোট ৩০ লক্ষা টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীর বাহাদুর বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার নবজাতক শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুগ্ধ ভাতা প্রকল্প চালু করেছে। আজকের এই শিশু আগামীদিনের মন্ত্রী, ডিসি, এসপি হবে এতে কোন সন্দেহ নেই। শিশুদের পুষ্টি এবং সুরক্ষার জন্য এই ভাতা দেয়া হচ্ছে। এই টাকা একমাত্র শিশুদের জন্য। কোন অবস্থাতেই পরিবারের অন্য খাতে এই টাকা ব্যয় করা যাবে না। শিশুরা যাতে অপুষ্ঠিতে না ভোগে সেজন্য এই টাকা সরকারী ভাবে দেয়া হচ্ছে। সুতরাং এর যথাযত ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আজকে যারা শিশুর দুধের ভাতা সরূপ টাকা পেয়েছেন তা যেন স্বামীর হাতে না যায়। কারণ স্বামীদের কোন অদিকার এই টাকার মধ্যে নাই। সরকার যে উদ্দ্যেশ্য নিয়ে এই প্রকল্প চালু করেছেন তা সফল করতে হলে এই টাকা যেই খাতে দিয়েছেন সেই খাতে ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে তিনি সকল মা’দের প্রতি আহবান জানান।
এর আগে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে পৌর আওয়ামীলীগের উদ্যোগে প্রায় ১২শত দুস্থ পরিবারকে ঈদ উপলক্ষে

সেমাই-চিনি’র পেকেট বিতরনে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সমগ্রী বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ। এতে অন্যান্যের মধ্য জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মোঃ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


(এএফবি/এসসি/জুলাই১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test