E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব উদ্বোধন

২০১৫ জুলাই ১৮ ১৯:৪০:৫২
বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে কেন্দ্রীয় দুর্গা মন্দির ও ইস্কন এর উদ্যোগে পৃথক ভাবে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালাঘাটা কলিমন্দিরে গিয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উৎসব উদযাপন পরিষদের সভাপতি কানু দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত রথযাত্রা অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা রেড ক্রিসে› সোসাইটির সেক্রেটারী একেএম জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা ইসলাম বেবী, লক্ষি পদ দাশসহ সরকারী পদস্থ কর্মকর্তা ও হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী রথযাত্রা উৎসবে উপস্থিত অংশ নেন।

রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বীর বাহাদুর এমপি বলেন, বান্দরবান সম্প্রীতির জেলা। সকল ধর্ম ও বর্ণের মানুষের সামাজিক ও ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ভাবে পালন হয়ে আসছে আদিকাল থেকে। অসম্প্রদায়িক চেতন নিয়ে প্রতিটি ধর্মের প্রাণের উৎসব গুলোতে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ সম্প্রীতির মহা পরিচয় বহন করে। বান্দরবানে অসম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে বলেই শত শত কোটি টাকার উন্নয়ন তরান্বিত হচ্ছে। তিনি বান্দরবানের সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় অটুট রাখার আহবান জানান।

পরে প্রধান অতিথি উৎসব উদযাপন পরিষদকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। আগামী ২৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। ঐদিন বালাঘাটা কালি মন্দির থেকে রথযাত্রা করে বান্দরবান শহরের কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এসে সমাপ্ত হবে।

(এএফবি/পি/জুলাই ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test