E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাহাড় কন্যা বান্দরবানে পর্যটকের ঢল

২০১৫ জুলাই ২০ ২০:৪০:০২
পাহাড় কন্যা বান্দরবানে পর্যটকের ঢল

বান্দরবান প্রতিনিধি : “ও-মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পর্যটকরা ভিড় জমিয়েছে পাহাড় কন্যা বান্দরবানে। হাজারো পর্যটকের পদভারে মুখরিত বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট। কোথাও তিল ধারণের স্থান নেই।

বর্ষার সবুজ প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে স্বাদ আর ইচ্ছে পূরণ করতে পাহাড়ের ভাজে ভাজে গড়ে ওঠা পর্যটন স্পটগুলোতে পর্যটক আর পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের খুশি ও আনন্দ ভাগাভাগী করে নিতে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে কেউ এক দিনের জন্য আবার কেউবা ২-৩ দিনের সফরে বান্দরবানে এসেছেন।

নীলগিরিসহ দূরের পর্যটন স্পটগুলো ঘুরে বেড়াতে আসা পর্যটকরা হাতে সময় নিয়ে আসলেও শহরের নিকটস্থ পর্যটন স্পট নীলাচল, মেঘলা, শৈলপ্রপাতের মতো নয়নাভিরাম পর্যটন স্পটগুলো একদিনে ঘুরে সন্ধ্যায় বাড়ি ফিরে যেতে পারছেন কাছের পর্যটকরা।

আনন্দের মাঝে নেই কোন ক্লান্তি। তাই পর্যটকরা এক স্পট থেকে অন্য স্পটে চষে বেড়াচ্ছেন ক্লান্তিহীন ভাবে।

বেড়াতে আসা পর্যটকরা বান্দরবানের সৌন্দর্যে বিমোহিত। এক বারের দেখায় স্বাধ মিটে না বলেই তারা বারে বারে আসতে চায় বান্দরবানে। পর্যটকরা প্রকৃতির এই রূপ দেখে বিমোহিত হলেও পর্যটন স্পটগুলোতে আরো নতুন নতুন স্থপনাসহ আধুনিকায়ন করার প্রতি জোর দিয়েছেন।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পর্যটন স্পটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

পর্যটকরা যাতে প্রতিটি পর্যটন স্পটে নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(এএফবি/পিএস/জুলাই ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test