E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় বাজার সড়কের বেহাল দশা

২০১৫ জুলাই ২২ ২১:৫৬:৪২
নগরকান্দায় বাজার সড়কের বেহাল দশা

ফরিদপুর প্রতিনিধি : একটু বৃষ্টি হলেই এ সড়ক দিয়ে পায়ে হাঁটা দায় হয়ে পড়ে। যানবাহন চলাচলের সময় সড়কের খানাখন্দে আর কাদা পানিতে পথচারিদের নাকানি চুবানি খেতে হচ্ছে হর-হামেশা।

তারপরেও থেমে নেই জীবনের পথচলা। এ দৃশ্য দীর্ঘদিন ধরে চলতে থাকায়, দেখে মনে হচ্ছে এ নিয়ে যেনো কারো কোনো মাথাব্যথা নেই। এ এলাকার বড় বড় আমলা, জনপ্রতিনিধি ও নেতারা সচরাচর এ সড়ক দিয়ে যাতায়াত করে। তাদের সাদা কাপড়ে কাদা লাগে। তাতে কি আসে যায়, ধুয়ে ফেললেই তো সব চলে যায়।

তবে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের নগরকান্দা বাজার সড়কের এ বেহাল দশায় এ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে একেবারেই। সড়কের বেহাল দশার কারণে এ সড়ক দিয়ে যাতায়াতের সময় প্রায় প্রতিদিনই ঘটছে কোন না কোন ছোট বড় দুর্ঘটনা।



সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর জমে থাকে হাঁটু পানি। অনেক সময় কাদা পানির কারণে রাস্তার খানাখন্দ টের না পাওয়ায় রাস্তার গর্তে পা পড়ে অনেক পথচারির পা ভাঙ্গতে দেখা গেছে। হতাশাগ্রস্ত এলাকাবাসী অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে এ মরন ফাঁদে পা দিচ্ছে বারবার। অনেকদিন ধরে চলতে থাকা এ দৃশ্যের সমাপ্তি আদৌ হবে কিনা তা যেনো কেউ জানে না। তারপরেও অনেকেরই প্রশ্ন, এ রাস্তার উন্নয়ন আদৌ হবে তো? কিংবা হলেও কারা করবে উন্নয়নের কাজ?

কেউ কেউ মনে করছেন এ সড়ক সংস্কারের দায়িত্ব নগরকান্দা বাজার কমিটির। কারো ধারণা সংস্কারের দায়িত্ব নগরকান্দা পৌরসভার। আবার নগরকান্দা উপজেলা প্রকৌশলী রেজাউল করিম জানান, সংস্কারের দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের।

এলাকাবাসির প্রত্যাশা, যথাযথ কর্তৃপক্ষ এ সড়কটি সংস্কারের গুরুত্ব অনুধাবন করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র প্রিয় নগরকান্দার এ বেহাল সড়কের সংস্কার করে সাধারণ মানুষের বহুদিনের দুর্ভোগ দুর্দশা দূর করা হবে-এ বিশ্বাস সকল প্রাণে।

এ ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত) ফারহানা হুসনা উত্তরাধিকার ৭১ নিউজকে মুঠোফোনে বলেন, বৃষ্টির কারণে সড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে। যেখান থেকে খবর পাচ্ছি সেখানেই দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আমি লোক পাঠিয়ে বিষয়টি দেখে যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নিবো।

(এসডি/পিএস/জুলাই ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test