E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে ফের বন্যা, সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

২০১৫ জুলাই ২৫ ২০:২৮:৩৪
বান্দরবানে ফের বন্যা, সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি : ৩ দিনের অবিরাম ভারী বর্ষণে বান্দরবানে আবারো বন্যা দেখা দিয়েছে। পাহাড়ী ঢলে ইতিমধ্যে লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদও উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার মানুষের ঘরবাড়ী তলিয়ে গেছে।

আজ শনিবার বিকেল ৪টা হতে বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়া এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সারাদেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে যাতায়াতকারী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

লামা উপজেলার আজিজ নগর ও বান্দরবান সদর উপজেলায় হাফেজঘোনা এলাকায় ব্যাপকভাবে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। পাহাড় ধ্বসে ১০টি বসতবাড়ী বিধ্বস্ত হলেও কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।

এদিকে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে ঝুকিপুর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জেলার বেশ কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যায় আক্রান্তদের জন্য প্রতিটি উপজেলায় কন্ট্রোল রুম ও আশ্রয়ন কেন্দ্র খোলা হয়েছে।

অপরদিকে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রাতেও ভারী বর্ষন অব্যহত থাকলে কয়েশত গ্রাম পানির নীচে তলিয়ে যাবে বলে আশংকা করছে স্থানীয়রা।

(এএফবি/অ/জুলাই ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test