E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবি'র উপাচার্য-এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা


২০১৫ জুলাই ২৮ ১৬:৩৬:১১
ঢাবি'র উপাচার্য-এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি :ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শিক্ষক সমিতির উদ্যোগে প্রায় দুই’শ জন শিক্ষক বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে শিক্ষকদের প্রতিনিধি দলটি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে তারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী, প্রো-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিশ্ববিদালয়ের সিনেট, সিন্ডিকেটের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক, হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, উম্মুক্ত বিশ্ব^বিদ্যালয়ের উপাচার্য অধ্যপাক ড. এম এ মান্নান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনের নেতৃত্বে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও পুষ্পস্তবক অর্পন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পৃথক ভাবে বঙ্গবন্বু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের সাথে আলাপ কালে বলেন, নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন সম্পর্কে জানাতে হবে । তাহলে তার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল। তাকে হত্যা করে দেশ পিছিয়ে দেওয়া হয়। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৩০ লক্ষ মানুষের রক্ত মিশে আছে। দেশের শিক্ষা উন্নয়ন ও অগ্রগতি সাধন করে তাদের এই রক্তের ঋন শোধ করতে হবে।

(এমএইচএমবিএম/এসসি/জুলাই ২৮, ২০১৫)


পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test