E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু

২০১৫ জুলাই ২৮ ১৯:১২:২৫
বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু

বান্দরবান প্রতিনিধি :সরকারীভাবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণের চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে। বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্যসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা জানান, দুর্যোগময় মুহুর্তে দুর্গত মানুষের পাশে রয়েছে জেলা পরিষদ। গত জুন মাসে বন্যার পর বন্যা কবলিতদের সাহাযার্থে জেলা পরিষদ অগ্রনী ভুমিকা রেখেছিল। এবারও জেলা পরিষদের পক্ষ থেকে ৭ উপজেলায় ৭৮ মেঃটন খাদ্যশষ্য ও নগদ সাড়ে ৪ লক্ষ টাকা তাৎক্ষনিক ভাবে বরাদ্দ করা হয়েছে। কোন পরিবার যাতে অভুক্ত না থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের যেখানে যা প্রয়োজন হবে সেখানে যাচাইবাছাই করে ব্যবস্থা নেয়া হবে।

জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং মারমা জানান, জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা ওয়ারী বান্দরবান পৌরসভা ও সদর উপজেলায় ১০ মেট্রিকঁন চাল, লামা উপজেলায় ২৫ মেঃটন চাল ও নগদ সাড়ে ৪ লক্ষ টাকা, আলীকদম উপজেলায় ১০ মেঃটন চাল, থানছি উপজেলায় ১০ মেঃটন চাল, রুমা উপজেলায় ৫ মেঃটন, রোয়াংছড়ি উপজেলায় ৫ মেঃটন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১৩ মেঃটন চাল সরবরাহ করা হয়েছে।

জেলা পরিষদেও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমীন জানান, ৭ উপজেলার বন্যা দুর্গত এলাকায় ইতিমধ্যে ত্রাণের চাল ও নগদ অর্থ পৌছে দেয়া হয়েছে। থানছি উপেজেলার দুর্গম অঞ্চলে বন্যা কবলিতদের ত্রাণ সামগ্রী হেলিকপ্টারে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।


(এএফবি/এসসি/জুলাই ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test