E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লেজুরবৃত্তি করা সাংবাদিকদের গণমাধ্যম ছেড়ে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

২০১৪ মে ২১ ১৫:৫৪:১২
লেজুরবৃত্তি করা সাংবাদিকদের গণমাধ্যম ছেড়ে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : যারা সাংবাদিকতার নামে লেজুরবৃত্তি করে দলভারি করছেন তাদের গণমাধ্যম ছেড়ে যেকোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

বুধবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত এক অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ‘বরেণ্য সাংবাদিক এবিএম মূসা স্মরণ সভা’ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, দল দেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হয় না। এবিএম মূসা সারা জীবন সংবাদপত্রের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সংবাদিকতার জন্য সংগ্রাম করে গেছেন। তাকে কেবল আলোচনার মধ্য দিয়ে নয়, কর্মের মধ্য ‍দিয়ে স্মরণ করতে হবে। তিনি ছিলেন গণমাধ্যমের অভিভাবক। তার মৃত্যুতে বর্তমানে গণমাধ্যম জগৎ অভিভাবকশূন্য রয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমকে জঙ্গিবাদ, দলবাজিমুক্ত করার সময় এসেছে। একইসঙ্গে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ অবস্থান নিশ্চিত করে বিভক্ত গণমাধ্যমের ঐক্য ফিরিয়ে আনারও চেষ্টা করতে হবে।

এবিএম মূসাও গণমাধ্যমকে একটি প্লাটফর্মে দাঁড় করার চেষ্টা করেছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, এবিএম মূসা সাংবাদপত্রের স্বাধীনতার জন্য কলম সৈনিক হিসেবে সংগ্রাম করেছেন, কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারেননি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, এবিএম মূসা ছিলেন ব্যবহারিক সংবাদিকতার জনক। তিনি ছিলেন সাংবাদিকদের শিক্ষক ও অভিভাবক। পেশাদারিত্বে তিনি ছিলেন আপোসহীন। তার মৃত্যুতে সাংবাদিকদের পেশাদারিত্বেও ভাটা পরেছে।

এ সময় এবিএম মূসার পেশাদারিত্ব নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করার জন্য পিআইবি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

পিআইবি’র চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী এবং এবিএম মূসার বড় মেয়ে পারভীন সুলতানা ঝুমা বরেণ্য এই সাংবাদিকের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।

(ওএস/এটিআর/মে ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test