E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে সমাজ ও প্রগতি নামে বাৎসরিক গবেষণা পত্রিকার মোড়ক উন্মোচন

২০১৫ জুলাই ২৯ ১৭:৪৭:০৯
গোপালগঞ্জে সমাজ ও প্রগতি নামে বাৎসরিক গবেষণা পত্রিকার মোড়ক উন্মোচন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজ ও প্রগতি নামে একটি বাৎসরিক গবেষণা পত্রিকার মোড়ক উন্মোচণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস) এ পত্রিকাটি প্রকাশ করে।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ উপলক্ষে এক প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলওয়াবসের পরিচালক এবং সমাজ ও প্রগতি পত্রিকার সম্পাদক প্রফেসর শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওই বিভাগের প্রভাষক সানজিদা পারভীন। অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রফেসর শহিদুল ইসলাম বলেন, আমি ভেবেছিলাম দেশে গবেষণার ধারা অনেক কমে গেছে। কিন্তু পত্রিকা প্রকাশ করতে এসে দেখলাম আমার এ ধারনা ভুল। অনেকে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন।

তিনি আরো বলেন, কম্পিউটার একটি শ্রেষ্ঠ অবিস্কার। কিন্তু,কম্পিউটার কোন ইনফরমেশন ঠিক করে দিতে পারে না। কম্পিউটারের বাইরেও আমাদের অনেক পড়াশোনা করতে হবে। বর্তমানে ছেলে-মেয়েদের হাতে অনেক ইনফরমেশন রয়েছে। তবে, ইনফরমেশন কোন নলেজ না। ইনফরমেশন যত বাড়ছে-নলেজ তত কমে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মোবাইল বা কম্পিউটার ব্যবহার করার জন্য খুব বেশি লেখা-পড়া জানার প্রয়োজন হয় না। কম্পিউটারকে আমাদের কাজে লাগানোর জন্য আগে আমাদের নিজেদেরকে প্রস্তুত করা দরকার।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, বর্তমান যুগ বায়ো-টেকনোলজির যুগ। বিংশ শতাব্দি ছিলো গ্রীন টেকনোলজির যুগ। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, তা মানুষই করেছে। আর এটা সম্ভব হয়েছে বিজ্ঞানের জন্যে।

তিনি প্রকাশিত পত্রিকাটিকে একটি উচ্চ মানের উল্লেখ করে বলেন, এটি পড়ে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। একটি নতুন বিশ্ববিদ্যালয়ে জার্নাল প্রকাশ করা খুবই কঠিন উল্লেখ করে তিনি এ পত্রিকা প্রকাশের সাথে জড়িতদের ধন্যবাদ জানান। একই সাথে এটি প্রতি বছর প্রকাশ করা হবে বলেও ঘোষণা দেন।

(এমএইচএম/এসএফকে/জুলাই ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test