E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে ২৯ হাজার টাকা জরিমানা

২০১৫ জুলাই ৩০ ১৭:৪৬:৪৪
গৌরনদীতে ২৯ হাজার টাকা জরিমানা

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে জেলার গৌরনদীর উপজেলার ছয়টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেয়া জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে পৌর এলাকার দুটি মিষ্টির দোকান, তিনটি বেকারী ও একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি, গৌরনদী উপজেলা নিবার্হী কর্মকর্তার প্রতিনিধি ও থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।


(টিবি/এসসি/জুলাই৩০,২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test