E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যান চলাচল শুরু

২০১৫ জুলাই ৩১ ১৬:৪১:৫৩
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যান চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি: শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ২৪ ঘন্টা পর আজ শুক্রবার সকাল ৯টায় লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কোমেন’ উপকূলের দিকে এগিয়ে আসার খবরে বৃহস্পতিবার সকালে এই রুটে লঞ্চ, সি-বোট ও ট্রলার জাতীয় নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

চাঁদপুরের নদী বন্দরগুলোতে ৫ নম্বর সতর্কতা সংকেত চলছিল। চাঁদপুর থেকে নদীপথে শিমুলিয়া ঘাটের দূরত্ব মাত্র ১৫ কিলোমিার হওয়ায় এবং শিমুলিয়া ঘাটে ১ নম্বর সতর্কতা সংকেত থাকায় ঝুঁকি এড়াতে পূর্ব সতর্কতা হিসেবে এ ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক ছিলো।

মাওয়া ফাঁড়ির ইনচার্জ মো ইউনুস জানান, আগাম সতর্কতা হিসেবে নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। তবে এখন সব নৌযানই চলাচল করছে।

(এএসএ/এলপিবি/জুলাই ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test