E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যান চলাচল বন্ধ

২০১৫ আগস্ট ০১ ১৭:২৬:৫৭
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার: শনিবার সকাল থেকে বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে ফেরি এখনও চলছে।

এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কোমেন’ উপকূলের দিকে এগিয়ে আসার খবরে বৃহস্পতিবার সকালে এই রুটে লঞ্চ, সিবোট, ট্রলার জাতীয় নৌ-যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার লঞ্চ ও স্পীড বোট চললেও শনিবার থেকে আবার তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মাওয়া ফাঁড়ির ইনচার্য এসআই মো ইউনুস জানান, ‘প্রচন্ড বাতাস এবং পদ্মা উত্তাল থাকায় লঞ্চ, স্পীবোট, ট্রলারসহ ছোটখাট নৌযান সতর্কতার জন্য চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ভালো হলে আবার এসব নৌযান চলাচল শুরু করা হবে’।

শিমুলিয়া প্রান্তে এখনও প্রায় ২শ’ গাড়ি পারাপারের অপেক্ষায় আছে।

দেশের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়ায় বৈরি আবহাওয়ার কারণে গত কয়েকদিন ধরেই এই বিপত্তি দেখা দিয়েছে। ফলে জনগণকে বিপাকে পড়তে হচ্ছে।

(ওএস/এলপিবি/আগস্ট ১, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test