E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভাঙ্গন শুরু

২০১৫ আগস্ট ০৩ ১৬:৫৫:৪৩
বান্দরবানে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভাঙ্গন শুরু

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভাঙ্গন শুরু হয়েছে। সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত অর্ধশতাধিক বাড়িঘর ধসে পড়েছে। অনেক গুলো বসতবাড়ী নদী গর্ভে বিলিন হয়ে গেছে।

ভাঙ্গনের কারণে শত শত লোকজন আতঙ্কের মধ্য রয়েছে। বন্যার্ত লোকজন ঝুঁকিপূর্ণ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় গ্রহন করেছে। ভুক্তভোগীরা জানান, নদীর পানি নেমে যাওয়ার সাথে সাথে গতকাল রাত থেকে ধ্বস শুরু হয়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে তারা নিজের জীবন বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসে। অনেক বাড়ীঘর থেকে কোন ধরনের মালামাল বের করতে পারেনি।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী জানান, নদীর পাড়ে ঘর তৈরি করে বসবাস করা অবৈধ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবৈধ ভাবে ঘর তৈরি করে বসবাস করা আইনত অপরাধ। ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপত্তা দেয়া প্রশাসনের কাজ। তাই ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার পাশাপাশি তাদেরকে মৃত্যু ঝুঁকি এড়াতে আশ্রয় প্রকল্পে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ সময় তিনি নদীর পাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের পূর্ণবাসনের আশ্বাস দেন।

এদিকে বান্দরবানে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। ২দিন বৃষ্টি না হওয়ায় বন্যার পানি দ্রুত নেমে গেছে। বন্যা দুর্গত লোকজন ঘরের কাদা ধোয়া মুছার কাজ করছে। ৩ দফা বন্যার রেশ কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বন্যার পানি নেমে যাওয়ার পর রিংওয়েল, টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়ায় তীব্র পানি সংকটের কবলে পড়েছে বন্যা দুর্গতরা।

কৃষি জমির বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকের মধ্যে পড়েছে কৃষকরা। জমি থেকে পানি নেমে গেলেও বীজের অভাবে নতুন করে বীজ তলা তৈরিসহ চারা বপন করতে পারছে না কৃষকরা।

অপরদিকে রুমা-থানছি ও রোয়াংছড়ি সড়কের বিভিন্ন অংশে ধসে যাওয়ায় ১৩ দিনের মতো যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অতি প্রয়োজনে চলাচলকারীরা বিকল্প হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে নৌ পথে যাতায়াত করছে। সড়ক বিভাগ ও সেনাবাহিনী ধসে যাওয়া সড়ক সংস্কারের কাজ শুরু করেছে।

(এএফবি/এসএফকে/আগস্ট০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test