E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোর আদালত চত্বরে বিচারপ্রার্থীরা ইভটিজিং ও চাঁদাবাজির শিকার

২০১৫ আগস্ট ০৪ ২২:০০:১৭
নাটোর আদালত চত্বরে বিচারপ্রার্থীরা ইভটিজিং ও চাঁদাবাজির শিকার

নাটোর প্রতিনিধি : নাটোরের আদালত চত্বরে বিচারপ্রার্থীরা বেপরোয়া চাঁদাবাজি ও নারীরা ইভটিজিং এর শিকার হচ্ছে। সন্ত্রাস ও  চাঁদাবাজির হাত থেকে আইনজীবীরাও বাদ যায়নি। তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। এসবের প্রতিবাদে আইনজীবীরা বুধবার সকালে মানব বন্ধন ও ডিসি ও এসপির কাছে স্মারকলিপি প্রদান করবে।

সন্ত্রাসী কাজের প্রতিবাদ করায় বাপ্পি নামে এক বহিরাগত চিহ্নিত সন্ত্রাসী শুক্রবার আইনজীবী রফিকুল ইসলাম রফিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর আহত করে। এ ব্যাপারে ওই আইনজীবী বাদি হয়ে নাটোর সদর থানায় মামলা করেছেন। এর আগে ৭ জুলাই গোলাম সরোয়ার নামে এক আইনজীবীর সেরেস্তা থেকে মামলার বাদি নাটোরের গুরুদাসপুর উপজেলার দূর্গাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জুহুরুল ইসলামকে অপহরণের চেষ্টা করে একদল সন্ত্রাসী। বিচারকের নির্দেশে কোর্ট পুলিশ এসেও তাকে রক্ষা করতে পারেনি। জহুরুল ইসরাম কোন উপায় না দেখে বিশেষ ব্যস্থায় সন্ত্রাসীদের সাথে রফা করে বাড়িতে ফিরে যায়। সন্ত্রাসীরা নানা কৌশলে আইনজীবীদের কাছ থেকে চাঁদা আদায় করে। বিচারপ্রার্থীদের কাছ থেকে অস্ত্রের মুখে চাঁদা নেয়। নারী বিচারপ্রার্থীরা এসব বহিরাগত সন্ত্রীদের হাতে আদালত চত্বরে ইভটিজিং এমনকি শ্লীলতাহানির শিকার হন। এছাড়া বিচারকাজ শেষে আদালত থেকে বাড়ি ফেরার পথেও সন্ত্রাসীদের দ্বারা নানা হয়রানির সন্মুখিন হন।

এসব বিষয়ের সত্যতা স্বীকার করে নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম জানান, আদালত চত্বরে বহিরাগত সন্ত্রাসীদের চাঁদাবাজি ও নারীদের উত্যক্তের ঘটনার প্রতিবাদে অঅজ বুধবার সকালে মানব বন্ধন কর্মসূচি পালিত হবে। মানব বন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারক লিপি দেওয়া হবে বলে তিনি জানান। এই কর্মসূচিতে আংশ গ্রহণের জন্য বারের সকল সদস্যকে লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি জানান।

(এমআর/পি/অাগস্ট ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test