E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে স্কুলছাত্র রাহাত অপহরণের তিন আসামি ৫ দিনের রিমান্ডে

২০১৫ আগস্ট ০৫ ১৭:৩৩:২২
শেরপুরে স্কুলছাত্র রাহাত অপহরণের তিন আসামি ৫ দিনের রিমান্ডে

শেরপুর প্রতিনিধি : শেরপুর শহর থেকে অপহৃত ৮ বছরের শিশু স্কুলছাত্র আরাফাত ইসলাম রাহাত অপহরনের অভিযোগে দায়ের করা মামলার গ্রেফতারকৃত তিন আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতের সিএসআই আব্দুল আজিজ জানান, মামলার তদন্ত কর্মকর্তা ওই তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আজ বুধবার আদালতে সোপর্দ করেন। শুনানী গ্রহণ শেষে শেরপুরের টিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুর রহমান তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন, শেরপুর সদর উপজেলার বয়ড়াপরাণপুর গ্রামের মতিউর রহমানের ছেলে এবং অপহৃত শিশুর খালু মো. আব্দুল লতিফ (২২), একই গ্রামের লতিফের বন্ধু ফারুক মিয়ার ছেলে রবিন (২০)এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমরান হাসান(২১)। পুলিশ ওই তিন জনকে মঙ্গলবার বিকেলে এবং বুধবার ভোরে গ্রেফতার করে। এদিকে ওই শিশু অপহরণের চারদিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ।

শিশু রাহাত শেরপুর জেলা শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গালর্স স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র এবং শহরের গৃর্দানারায়ণপুর এলাকার মো. শহিদুল ইসলাম খোকন এর ছেলে। খোকন কাঠের আসবাবপত্র ব্যবসায়ী।

গত ২ আগস্ট রোববার দুপুরে গৃদানারায়নপুর এলাকা থেকে শিশু রাহাতকে তার খালু আ্ব্দুল লতিফসহ কয়েকজন অপহরণ করে নিয়ে যায় মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওইদিনই শিশু রাহাতের বাবা ঘটনাটি পুলিশকে অবহিত করেন এবং পুলিশ সঙ্গে সঙ্গে প্রযুক্তি ব্যবহারসহ অন্যান্য কৌশল অবলম্বন করে ওই শিশুকে উদ্ধারে জন্য তৎপর হয়ে উঠে।

এ ঘটনায় ৪ আগস্ট মঙ্গলবার অপহৃত ওই শিশুর বাবা শহিদুল ইসলাম খোকন তিনজনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে, রাহাত অপহৃত হওয়ায় তাঁর বাবা খোকন ও মা রিনা বেগমসহ স্বজনরা ভেঙ্গে পড়েছেন এবং কান্নাকাটি করছেন । শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম মঙ্গলবার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অপহৃত রাহাতকে উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে।

(এইচবি/এএস/আগস্ট ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test