E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়া চেম্বার্স অব কমার্সে পাটজাত মোড়ক ব্যবহার শীর্ষক সভা

২০১৫ আগস্ট ০৫ ১৮:৪৭:১৮
কুষ্টিয়া চেম্বার্স অব কমার্সে পাটজাত মোড়ক ব্যবহার শীর্ষক সভা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া চেম্বার্স অব কমার্সের আয়োজনে চেম্বার ভবন অডিটোরিয়ামে সরকারি নীতিমালা অনুযায়ী পণ্যের মোড়কে পিপি ব্যাগ থেকে চটের ব্যাগে রুপান্তরের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পাট অধিদপ্তর ও চেম্বারের সদস্যদের সমন্বয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া চেম্বার্স অব কমার্সের সভাপতি হাজী মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগার আলী, জেলা মুখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পাট আমাদের দেশের সোনালী ফসল। এ থেকে প্রচুর বৈদেশ্যিক অর্থ উর্পাজন করা যায়। তাই বেশি বেশি করে পাটজাত দ্রব্য ব্যবহার করতে হবে। এ জেলায় পাটজাত চটের ব্যাগ ব্যবহারের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন ও ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।

সরকারি নীতিমালা অনুসরণ করে যার যার অবস্থান হতে পাটজাত মোড়ক ব্যবহারের লক্ষ্যে সকলকে উদ্বুদ্ধকরণের জন্য আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনকে ডিজিটাল সেবা ক্ষেত্রে দেশসেরা জেলা জেলা প্রশাসক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ডিজিটাল সার্ভিস এওয়ার্ড গ্রহণ করায় চেম্বার্স অব কমার্সের পক্ষ হতে অভিনন্দন জানিয়ে সম্মাননা স্মারক দেয়া হয়। এ সময় বিভিন্ন ব্যবসায়ীগণ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(কেকে/এএস/আগস্ট ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test