E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

২০১৫ আগস্ট ০৬ ১৯:২৪:৩৪
গাজীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের-কোনাবাড়ির বাঘিয়া স্কুলের দুই স্কুলছাত্রীকে প্রধান শিক্ষকের যৌন হয়রানীর প্রতিবাদে বৃহস্পতিবারও বিক্ষোভ এবং মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রধান শিক্ষক বাবুল হোসেনের অপসারণ ও বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল ক্যাম্পাসে বিভিন্ন শ্লোগান এবং বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা প্রধান শিক্ষকের কুশপুত্তলিকাও দাহ এবং একই দাবিতে মানববন্ধন করে। স্কুল পরিচালনা কমিটি সদস্য ও শিক্ষকরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিক্ষোভ থামাতে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক বৃহস্পতিবারের জন্য স্কুল ছুটি ঘোষণা করেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী সামসুদ্দিন জানান, প্রধান শিক্ষকের দুই ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়টি তিনি শুনেছেন। কেউ তার কাছে লিখিত অভিযোগ করেনি। একটি অডিও রেকডিংয়ে এক ছাত্রীর সাথে প্রধান শিক্ষকের কথোপথনে যৌনহয়রানীর আলামত আছে। তিনি জানান, বুধবার প্রধান শিক্ষককে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তার জবাব পেলে পরবর্র্তী ব্যবস্থা নেয়া হবে।

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন জানান, বিদ্যালয় ছুটি হয়ে যাওয়ার পর কিছু শিক্ষার্থী প্রধান শিক্ষকের বাড়ির বাড়ি ঘেরাওয়ের চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের সরিয়ে দেয়।

উল্লেখ্য, বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন সম্প্রতি ৯ম শ্রেণির দুই ছাত্রীকে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেয়। এতে রাজি না হলে পরীক্ষায় নম্বর কম দেয়ার হুমকি দেন তিনি। এক পর্যায়ে দুই ছাত্রী প্রধান শিক্ষকের কথোপথন মোবাইলে রেকর্ড করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা গত দুইদিন ধরে প্রধান শিক্ষকের অপসারণ এবং বিচারের দাবিতে বিক্ষোভ করে আসছে।

(এসএএস/পি/অাগস্ট ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test