E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জন্মাষ্টমী পালনের লক্ষে নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সভা

২০১৫ আগস্ট ০৭ ১৬:০৬:৩০
জন্মাষ্টমী পালনের লক্ষে নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সভা

নওগাঁ প্রতিনিধি : আসন্ন জন্মাষ্টমী উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে শুক্রবার বেলা ১১টায় নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে শহরের ঐতিহ্যবাহী রাধা-গোবিন্দ জিঁউ ঠাকুরবাড়িতে (আখড়াবাড়ি) এ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৫ সেপ্টেম্বর জেলার ১১ উপজেলায় জন্মাষ্টমী উৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ জন্মাষ্টমীর বিস্তারিত কর্মসূচী গ্রহন করা হয়। সভায় আগামী ৩০ সেপ্টেম্বর জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলনের দিন ধার্য্য করা হয়। এর আগে যে সব উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি, সেইসব উপজেলায় বিশেষ করে নওগাঁ সদর ও পত্নীতলা উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার, বিশ্বজিৎ সরকার মনি, সুভাষ চন্দ্র সরকার, সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপাল, বৈদ্যনাথ কর্মকার, মধুসুদন প্রামানিক, মাধব কর্মকার, প্রতাপ কুমার, পিযুষ কান্তি সরকার, অজিত কুমার মন্ডল, তুহিন কান্তি চৌধুরী পঙ্কজ, রনজিত কুমার প্রমুখ।

সভা শুরুর আগে গোবিন্দ মন্দিরের সামনে জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও সাপাহার উপজেলা কমিটির সাধারন সম্পাদক প্রয়াত বিকাশ চন্দ্র সাহার আত্মার শান্তি কামনা করে শ্রীমদ্ভগবত গীতা পাঠ করে ১মিনিট নীরবতা পালন করা হয় এবং শোক প্রস্তাব গ্রহন করা হয়। এছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য স্বপন সাহা বাচ্চুর রোগমুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

(বিএম/এএস/আগস্ট ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test