E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মোরেলগঞ্জে ৯ পরীক্ষার্থী বহিস্কার

২০১৫ আগস্ট ০৭ ১৭:২৬:৩৯
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মোরেলগঞ্জে ৯ পরীক্ষার্থী বহিস্কার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হওয়া বিএ পাশ পরীক্ষার প্রথম দিনে শুক্রবার ৯জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। কোন প্রকার রাখঢাক ছাড়াই নকল করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম এসএম কলেজ কেন্দ্র থেকে ৯ পরীক্ষার্থীকে বহিস্কার করেন।

প্রথম সেমিষ্টারের শুক্রবার প্রথম দিনে ‘বাংলা প্রথম পত্র’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউএনও বলেন, উন্মুক্ত পরিবেশে এসএম কলেজ কেন্দ্রে নকলের উৎসব চলছে এমন খবর পেয়ে তিনি ওই কেন্দ্রে যান। তার উপস্তিতির খবর পেয়েও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা উন্মুক্তভাবেই বই দেখে উত্তরপত্রে লিখতে থাকেন। এ সময় তিনি বিভিন্ন কক্ষ থেকে ৯জনকে বহিস্কার করেন।

বহিস্কৃতরা হচ্ছেন, মানিক হাওলাদার, নাসির উদ্দিন, মো. আলতাফ হোসেন, সুবল দাশ, মো. শহিদুল ইসলাম ডাকুয়া, নিরঞ্জন কুমার, পারভেজ রহমান পিয়াস, রিপন কুমার হালদার ও মো. রাজু হাওলাদার। এদের সকলের কাছেই আস্ত বই পাওয়া গেছে বলেও ইউএনও জানান।

(এমআরএস/এএস/আগস্ট ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test