E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনায় তুলশী কুমার দাসের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

২০১৫ আগস্ট ০৯ ১৭:৫৬:৩৭
পাবনায় তুলশী কুমার দাসের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনায় পরিচ্ছন্নতা কর্মী তুলশী কুমার দাসের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।

রবিবার বেলা ১২টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রী কমিটির সভাপতি কৃষ্ণলাল, মহাসচিব নির্মল চন্দ্র দাস, জেলা শাখার সভাপতি সুবল কুমার দাস, সাধারণ সম্পাদক কবিরাজ হাড়ী, নিহত তুলশী কুমার দাসের পিতা বিনোদ কুমার দাস শাওন এবং তুলশীর স্ত্রী সুষমা দাস।

সংবাদ সম্মেলনে অবিলম্বে তুলশী হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, আসামীরা প্রভাবশালী হওয়ায় হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা চলছে। পুলিশ এজাহারভুক্ত ১জন আসামী ছাড়া আর কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। আমাদেরকে মিমাংসার কথা বলা হচ্ছে, আমরা আপোষ চাই না, বিচার চাই।

দাবি আদায়ের লক্ষ্যে সোমবার রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী কর্মবিরতী পালন, স্বাক্ষরতা অভিযান, সংবাদ সম্মেলন ও সমাবেশ সহ ২০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।।

সংবাদ সম্মেলনের আগে পাবনা প্রেসক্লাব সড়কের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যেমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

উল্লেখ, ১ আগস্ট বিকালে শহরের শালগাড়িয়া এলাকার নিয়ম ফুড ফ্যাক্টরীর পরিচ্ছন্নতা কর্মী তুলশী কুমার দাসকে সাইকেল চুরির অভিযোগে মালিক পক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে।

(পিএস/এএস/আগস্ট ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test