E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৯ কারণে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ঘটছে

২০১৫ আগস্ট ১০ ২০:৩০:৩০
৯ কারণে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ঘটছে

গাজীপুর প্রতিনিধি : ৯ কারণে দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ঘটছে। এতে সরকারী হিসেবে বছরে ৫ হাজারেরও বেশী মানুষ মারা যাচ্ছে। বেসরকারী হিসেবে যার সংখ্যা প্রায় তিন গুন।  দেশের জাতীয় ৯টি মহাসড়কের ৫৭ কিলোমিটারের মধ্যে ঘটছে এসব দুর্ঘটনা।

সোমবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ব্র্যাক আয়েজিত ‘সড়ক নিরাপত্তা নিশ্চতকরন : স্থানীয় পর্যায়ে করনীয়’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকরা এসব তথ্য তুলে ধরেন।

পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি প্রণব কুমার রায়, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সুলতান উদ্দিন সরকার, সাংবাদিক, পরিবহন মালিক ও শ্রমিক এবং ব্র্যাকের অন্যান্য কর্তকর্তাগণ।

সভায় ব্র্যাকের কর্মকর্তাগণ তাদের গবেষণাপত্র তুলে ধরে বলেন, বেপরোয়া গাড়ি চালানো, চালকদের প্রশিক্ষণের অভাব, ক্রুটিপূর্ণ যানবাহন, মোটরচালিত যান ও ধীরগতির যানের একই সঙ্গে একই সড়কে চলাচল, সড়কের কাছে ঝুকিপূর্ণ কর্মকাণ্ড, সড়কের নকশার ক্রুটি, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতার অভাব, পথচারীর ঝুঁকিপূর্ণ আচরণ ও দুর্ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি এ ৯ কারণে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা রোধে সভায় ১০ দফা সুপারিশও তুলে ধরা হয়।

(এসএএস/অ/আগস্ট ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test