E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাতকড়া পরা অবস্থায় ছাত্রলীগ সভাপতির পলায়ন, পুনরায় গ্রেফতার

২০১৫ আগস্ট ১২ ১৫:১৫:৫৪
হাতকড়া পরা অবস্থায় ছাত্রলীগ সভাপতির পলায়ন, পুনরায় গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: হাতকড়া পরা অবস্থায়ই পুলিশের হাত থেকে পালিয়ে গেল ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি সদরুল হক পিন্টু। কিন্তু পালিয়ে বা কোন সুপারিশেও রক্ষা নেই।

কারণ পাবনা জেলায় নতুন পুলিশ সুপার যোগদানের পর হার্ড লাইনে ঈশ্বরদী থানা পুলিশ। আর তাই কিছুক্ষণের মধ্যেই ব্যাপক অভিযান চালিয়ে আবারো পুলিশ তাকে গ্রেফতার করে সরাসরি পাবনা জেল হাজতে প্রেরণ করেছে।

এই ছাত্রলীগ নেতা পাকশীর ছাত্রলীগ কর্মী সৌরভ হোসেন টুনটুনির বাম হাতের কব্জি কেটে নিয়ে প্রকাশ্যে মোটর সাইকেল নিয়ে উল্লাস করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী।

সূত্র জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে দশটার দিকে পাকশীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সদরুল হক পিন্টুকে গ্রেফতার করে। এসময় হাতকড়া পরা অবস্থায়ই পিন্টু পালিয়ে যায়। পরে সাড়ে এগারটার দিকে পুলিশ পাকশীর রূপপুর তিন বটতলা এলাকা হতে আবারো তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

থানার অফিসার ইন চার্জ বিমান কুমার দাশ হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যাওয়ার ঘটনা অস্বীকার করে জানান, তাকে গ্রেফতারের সময়ই সে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সাথে সাথেই তাকে তাড়া করে গ্রেফতার করা হয় এবং তৎক্ষনাত আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের জন্য পাবনা পাঠিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১লা জুন এলাকায় দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পিন্টু ও তার গ্রুপের লোকজন ছাত্রলীগ কর্মী সৌরভ হোসেন টুনটুনির বাম হাতের কবজি পর্যন্ত কেটে নেয়। এরপর তারা কাটা হাত নিয়ে মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে উল্লাস করে। পড়ে খন্ডিত হাতটি ফেলে রেখে যায়। এঘটনায় ঈশ্বরদীর সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও প্রধান আসামীকে গ্রেফতার করা হয়নি।

(এসকেকে/এলপিবি/আগস্ট ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test