E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথা’র সাড়ুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনে ফাটল

২০১৫ আগস্ট ১২ ১৮:২৭:০৬
সালথা’র সাড়ুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনে ফাটল

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনে ফাটল ধরেছে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশলীর অধীনে ২০ লক্ষ্য ১৫ হাজার টাকা ব্যয়ে ২য় তলা এ স্কুল ভবনটি নির্মাণ করেন মের্সাস মো. রশিদুল হাসান নামে ফরিদপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মাত্র এক মাস আগে এই ভবনের নির্মাণ কাজ শেষ করা হয়। কাজ শেষ হতে না হতেই ভবনের দেওয়ালে একাধিক স্থানে ফাটল ধরে ও ধসে পড়ছে। এমতবস্থায় ঝুঁকি নিয়ে আতংকের মধ্যে ক্লাস করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সাড়–কদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা ঝর্না রানী রায় বলেন, আমাদের স্কুলের নবনির্মিত ভবনের কাজ শেষ হতে না হতেই দেওয়ালের একাধিক স্থানে এভাবে ফাটল ধরেছে। নতুন ভবনে এভাবে ফাটল ধরায় শিক্ষার্থীরা ক্লাস করতে ভয় পাচ্ছেন। যে কারণে চরম আতংকের মধ্যে রয়েছি আমরা। গত এক মাস আগে এই ভবনের কাজ শেষ হয়। অথচ এখনো আমাদের কাছে ভবনটি হস্তান্তর করেননি সংশ্লিষ্টরা। এখন এই অবস্থায় ভবন হস্তান্তর করা হলেও আমরা তা গ্রহন করব না।

বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এবিষয় সংশ্লিষ্ট ঠিকাদার রশিদুল হাসান হানিফ এ প্রতিবেদককে বলেন, কাজ করতে গেলে টুকিটাকি সমস্যা হতেই পারে। দেওয়ালের যেসব স্থানে ফাটল ধরেছে তা আমরা সংস্কার করে দেব। তাছাড়া উপজেলা প্রকৌশলী আমার কাছ থেকে এই স্কুল ভবনের কাজ বুঝে নিয়েছেন। উপজেলা প্রকৌশলী এসবের কারন ভালো বলতে পারবে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী কাজী সেকেন্দার আলী বলেন, এই স্কুল ভবনে যতকুটু ফাটল ধরেছে তাতে কোন সমস্যা হবে না। এটা জেলা প্রকৌশলীও দেখেছেন। এছাড়া স্কুল কর্তৃপক্ষের কাছে এই ভবন হস্তান্তর করা হয়েছে। হয়তো প্রধানশিক্ষিকা তখন ছিলেন না!

(এসডি/এএস/আগস্ট ১২, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test