E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

২০১৫ আগস্ট ১৩ ১৭:৫১:২১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন প্রশাসন ভবনের নীচ তলায় এ রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে প্রায় ৪০০ জন দাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। কর্মসূচীতে সহায়তা করে রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বজন রাজশাহী বিশ্ববিদ্যালয়, কোয়ান্টম ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অ্যাসোসিয়েশন। উক্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৫ দিনের কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কালো ব্যাচ ধারণ ও শোক র‌্যালী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, টুংগীপাড়া জাতির জনকের মাজারে ভাইস চ্যান্সেলরের অংশগ্রহণ ও বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জাতির পিতার মাজারের শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া।

(এমএইচএম/এএস/আগস্ট ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test