E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০১৫ আগস্ট ১৩ ১৭:৫৪:৪৯
জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০-তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচীতে অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী শনিবার সকাল ১০ টায় তিনি বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন।

জেলা প্রশাসকের কাছে প্রেরিত প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তা সূত্রে জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাত অংশ নিবেন। এ সময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান করবেন। পরে বঙ্গবন্ধুর সমাধীস্থলে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে তিনি অংশ নিবেন।

জাতীয় শোক দিবসের এ কর্মসূচীতে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামরিক, বে-সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

জাতীয় শোক দিবসকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধন, ধোয়া-মোছা ও মিলাদ মাহফিলের স্থান তৈরির কাজ শেষ হয়েছে। জেলার বিভিন্ন রাস্তা-ঘাটে ব্যক্তি উদ্যোগে নির্মাণ করা হয়েছে কালো তোরণ। সড়কের পাশে কালো পতাকা দিয়ে শোকের আবহ সৃষ্টি করা হয়েছে।

(এমএইচএম/এএস/আগস্ট ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test