E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংবিধানের বাইরে কোন নির্বাচন হবে না : শেখ সেলিম

২০১৫ আগস্ট ১৪ ০০:৪২:০৬
সংবিধানের বাইরে কোন নির্বাচন হবে না : শেখ সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি :আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম,এমপি বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচন বাতিল করতে খালেদা জিয়া পেট্রোল বোমা মেরে দুই শ’র বেশী  মানুষ হত্যা করেছিল। এখন বলে নির্বাচন চাই। নির্বাচন হবে ২০১৯ সালে। সংধিানের বাইরে কোন নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে গোপীনাথপুর পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক শোকসভা, দোয়া মাহফিল ও তবারক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শরীফ আকিমুল হক ঝন্টুর সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্ছু, ফারুক শরীফ প্রমুখ।
এর আগে তিনি বোয়ালিয়ায় ফারজানাস্ টিউটোরিয়াল স্কুলের শুভ উদ্বোধন করেন।
পরে তিনি জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর কালী মন্দির প্রাঙ্গনে গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করেন। এর ফলে ৫ কিঃমিঃ এলাকায় ২৩৩ টি পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে।

গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মোঃ হারুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান সুপারুল আলম, এনায়েতহোসেন ইনু, জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান প্রমুখ।এসব অনুষ্ঠানে শেখ সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম তার সাথে ছিলেন ।

(ওএস/অ/আগস্ট ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test